Narendra Modi: 'শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও শত্রুর মোকাবিলা চলছে!' দীপাবলিতে কার্গিলে গিয়ে বললেন মোদি

Last Updated:

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷

কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#কার্গিল: নিজের শুরু করা রেওয়াজ মেনেই এ বছরও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গেই এ বছরের দীপাবলি উদযাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ বছর কার্গিল সীমান্তে সেনাজওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই কার্গিলেও পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ পিএমও-র পক্ষ থেকে সেই ছবি ট্যুইট করা হয়েছে৷
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷ গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ এ বছরও কার্গিলে পৌঁছে সেনা
জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সেখানে সেনা জওয়ানদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে তাঁর সরকারের আমলে অর্থনীতির উন্নয়ন, স্টার্ট আপ তৈরি, ইসরোর সাফল্য, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারতের কথা৷
advertisement
advertisement
সেনাবাহিনীর প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, 'কার্গিল ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী৷ আপনারা সীমান্তের প্রহরীর দেশের মজবুতির স্তম্ভ৷ আপনারা আছেন বলেই দেশবাসী নিশ্চিন্তে থাকেন৷'
এর পরেই তাঁর সরকারের আমলে কীভাবে সীমান্তে সেনাবাহিনীর জন্য পরিকাঠামো থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'সেনা জওয়ানদের সময় মতো প্রয়োজনীয় রসদ অনেক দ্রুত পৌঁছে যাচ্ছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে৷ এসব দেখলে সেনা জওয়ানরাও অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠেন৷ যখন তিনি দেখেন যে তাঁর বাড়িতে ফোনে কথা বলা সহজ হয়েছে, বাড়ি ফিরতে সময় কম লাগছে৷'
advertisement
সেনা জওয়ানদের সামনে দেশের অর্থনীতির উন্নতির কথাও বলেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'দেশের অর্থনীতি দশ থেকে পাঁচ নম্বরে পৌঁছেছে৷ আপনাদের মতো যুবা সীমান্ত সামলাচ্ছেন, আর আপনাদের মতোই যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা আশি হাজার স্টার্ট আপ খুলে ফেলেছে৷ দু' দিন আগে ইসরো একসঙ্গে ৩৬টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে৷ এসব শুনলে সেনাকর্মীদেরও গর্বে বুকের ছাতি চওড়া হয়ে যাবে৷'
advertisement
দুর্নীতির বিরুদ্ধেও তাঁর সরকারের কড়া অবস্থানের কথা কার্গিলে দাঁড়িয়ে বলেছেন মোদি৷ দাবি করেছেন, দুর্নীতিপরায়ণরা যত শক্তিশালী হোক না কেন, কেউ পার পাবে না৷ সন্ত্রাস, নকশাল, চরমপন্থার বিরুদ্ধেও তাঁর সরকার কতটা কড়া অবস্থান নিয়েছে, তাও তুলে ধরেছেন৷ দাবি করেছেন, দেশেই এখন তৈরি হচ্ছে সেনাবাহিনীর বহু অস্ত্র৷ যে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন দেশের সেনা জওয়ানরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: 'শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও শত্রুর মোকাবিলা চলছে!' দীপাবলিতে কার্গিলে গিয়ে বললেন মোদি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement