বিশ্বের ১০ ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় মোদি
Last Updated:
ফোর্বস প্রকাশ করল বিশ্বের দশ ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তির তালিকা ।
#নয়াদিল্লি: ফোর্বস প্রকাশ করল বিশ্বের দশ ক্ষমতাশালী ব্যক্তির তালিকা । ১০ জনের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় ৯ নম্বরে রয়েছেন নরেন্দ্র মোদি ৷ তবে তালিকায় শীর্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরিয়ে এবার জায়গা করে নিয়েছেন চিনের প্রেসিডেন্ট জিনপিং।
পর পর চারবার এই ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন ভ্লাদিমির পুতিন, সেই স্থানটাই এবার কেড়ে নিয়েছেন জিনপিং ৷ ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তির ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে।
advertisement
ফোর্বস-এর তরফে দাবি করা হয়েছে ১.৩ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারতে এখনও যথেষ্ট জনপ্রিয় রয়েছেন মোদী, তাঁর বিভিন্ন নীতির জন্যে। শুধু ভারতে নয়, নিজেকে বিশ্বব্যাপী নেতার স্তরে সম্প্রতি উন্নীত করেছেন মোদী। এছাড়া বিশ্বের পরিবেশ আন্দোলনের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোদীর।
advertisement
ফোর্বসের এই তালিকা তৈরির সময় মোদীর সাম্প্রতিকতম নোট বাতিলের সিদ্ধান্তও এক বড় ভূমিকায় পালন করেছে। প্রসঙ্গত, সম্প্রতি দেশকে দুর্নীতিমুক্ত, কালো টাকা ও জাল নোট থেকে মুক্ত করতে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ফোর্বসের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরির ক্ষেত্রে এই সিদ্ধান্তও এক বড় ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2018 12:02 PM IST