Niti Aayog Meeting: টিম ইন্ডিয়া হওয়ার পরামর্শ মোদির, মমতা ছাড়াও নীতি আয়োগের বৈঠক এড়ালেন কোন কোন মুখ্যমন্ত্রী?

Last Updated:

এ বারের নীতি আয়োগের বৈঠকের মূল ভাবনাই ২০৪৭ সালে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য তৈরি করা৷

নীতি আয়োগের বৈঠক এড়ালেন মমতা৷
নীতি আয়োগের বৈঠক এড়ালেন মমতা৷
নয়াদিল্লি: কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি টিম ইন্ডিয়ার মতো ঐক্যবদ্ধ ভাবেও কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়৷ নীতি আয়োগের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে এমনি আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিনের বৈঠকে অংশ নেননি৷
নীতি প্রধানমন্ত্রী আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যগুলি যদি টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করে, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়৷ নরেন্দ্র মোদি আরও বলেন, প্রত্যেক ভারতীয়ের লক্ষ্য উন্নত ভারত গঠন করা৷ প্রত্যেকটি রাজ্য উন্নত হলেই ভারত উন্নত হবে৷ এটাই ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছা৷
advertisement
advertisement
এ বারের নীতি আয়োগের বৈঠকের মূল ভাবনাই ২০৪৭ সালে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য তৈরি করা৷ বৈঠকের মূল লক্ষ্য ছিল ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের রূপরেখা তৈরি করা৷ প্রতিটি রাজ্যকেই অন্তত একটি করে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার উপরে জোর দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী৷
এ দিনের বৈঠকের পর তামিলানাড়ুর এমকে স্ট্যালিন, পঞ্জাবের ভগবন্ত মান-এর মতো বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আর্জি জানান৷ অন্যদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেন, হরিয়ানার সঙ্গে ভাগ করে নেওয়ার অতিরিক্ত জল তাঁর রাজ্যে নেই৷
advertisement
যদিও এ দিনের বৈঠকে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন৷ তাঁর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ ছাড়াও কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যনমন্ত্রী সিদ্দারামাইয়া, কেরলের পিনারাই বিজয়ন এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন না৷ বিজয়ন অবশ্য তাঁর রাজ্যের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভার এক সদস্যকে পাঠিয়েছিলেন৷ এ ছাড়াও এনডিএ-র অন্যতম প্রধান জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীরাও এ দিনের বৈঠকে গরহাজির ছিলেন বলে খবর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Niti Aayog Meeting: টিম ইন্ডিয়া হওয়ার পরামর্শ মোদির, মমতা ছাড়াও নীতি আয়োগের বৈঠক এড়ালেন কোন কোন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement