নাগাল্যান্ডে ভোট প্রচার, ওড়িশার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

Last Updated:

২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন ৷ বর্তমানে নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে নাগা পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড ৷

#কোহিমা: ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন ৷ বর্তমানে নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে নাগা পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড ৷ এতে সমর্থন দিয়েছে বিজেপি ৷ কিন্তু ওড়িশার রাজ্যপাল হওয়া সত্ত্বেও ডা. এস সি জামির কংগ্রেস ও NPF প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার করছেন নাগাল্যান্ডে ৷ এমনটাই অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি ৷
নিয়ম অনুযায়ী, রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকা যায় না ৷ কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না করে গণতন্ত্র বজায় রাখার দায়িত্বের মধ্যে পরে রাজ্যপালের ৷ তবে নিয়ম লঙ্ঘন করে নির্বাচনী প্রচার করছেন ডা. এস সি জামির বলে অভিযোগ জানিয়েছে বিজেপি ৷
বিজেপির তরফে জানানো হয়েছে, যদি উনি রাজনীতি করতে এতটাই ইচ্ছুক থাকেন তাহলে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে সেটা করা উচিত ৷ দেশের রাষ্ট্রপতির কাছে ডা. জামিরের বিরুদ্ধে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছে ৷
advertisement
advertisement
ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ নাগাল্যান্ডে ভোটগ্রহণ ৷ ২০১৮-এর বিধানসভা নির্বাচন পর্ব শেষে ফলপ্রকাশ ৩ মার্চ ৷ সেদিনই জানা যাবে ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভায় বিজয়ী হয়ে সরকার গড়বে কোন দল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নাগাল্যান্ডে ভোট প্রচার, ওড়িশার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement