গুজরাত বিপর্যয়ের জের, রাজ্যের উড়ালপুল, ঝুলন্ত সেতু নিয়ে আজ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বৈঠক নবান্নে

Last Updated:

Nabanna Meeting: বিকেল চারটে থেকে পূর্ত মন্ত্রী পুলক রায় সহ পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা থাকবেন এই বৈঠকে। বিভিন্ন জেলার ইঞ্জিনিয়াররা ভার্চুয়ালি থাকবেন এই বৈঠকে।

নবান্ন সূত্রে খবর বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন
নবান্ন সূত্রে খবর বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন
কলকাতা : গুজরাত কাণ্ডের জেরে তড়িঘড়ি রাজ্যের উড়ালপুল, ঝুলন্ত ব্রিজগুলি নিয়ে বৈঠকে বসতে চলেছেন নবান্ন। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল চারটে থেকে বৈঠকে বসছে পূর্ত দফতর। রাজ্য থেকে কোন ব্রিজ গুলির কী অবস্থা, কোন উড়ালপুলের মেরামতির প্রয়োজন রয়েছে , উড়ালপুল গুলোর রক্ষণাবেক্ষণ প্রয়োজন রয়েছে নাকি-তার বিস্তারিত নিয়ে আজ বিকেল চারটা থেকে পর্যালোচনা বৈঠকে বসছে রাজ্য। নবান্ন সূত্রে খবর বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন।
মূলত ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। আজ দুপুরের মধ্যেই বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই এদিনের পর্যালোচনা বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। মূলত কোনও সেতুর মেরামতি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে দ্রুত যাতে তা করা হয় সেই বিষয়ে এদিন সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের পূর্ত দফতর।
advertisement
যদিও পুজোর আগেই গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছেন রাজ্যের পূর্ত দফতর এর আধিকারিকরা। বেশ কয়েকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কিন্তু গুজরাত কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাজ্যের পর্যটনের জন্য যে ব্রিজগুলি রয়েছে সেগুলিও যাতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হয় সেই বিষয়ে বিশেষ নজর দিতে চাইছে নবান্নের শীর্ষ মহল।
advertisement
আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে মাচ্ছু নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা শিশু-সহ অসংখ্য প্রাণ, গুজরাতের সেতুবিপর্যয়ে নায়ক জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা
তার জন্যই মঙ্গলবারের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।যদিও রাজ্যের বিভিন্ন অংশে কয়েকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার উদ্বিগ্ন রয়েছে রাজ্যে পূর্ত দফতর। কয়েকটি ব্রিজ দিয়ে ইতিমধ্যে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন :  বাড়ি ফেরার ইচ্ছে ছিল কাজের জায়গা থেকে, ১৭ বছর বয়সি কিশোর ফিরল কফিনবন্দি হয়ে
কিন্তু এবার গোটা বিষয়কে নিয়ে পুলিশ প্রশাসনকে আরও করা নজরদারি রাখার কথা বলা হতে পারে এই দিনের বৈঠক থেকে। যে ব্রিজগুলো দিয়ে আপাতত ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি যাতে সঠিকভাবে কার্যকর করা হয় সেই বিষয়ে এই দিনের বৈঠক থেকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি মনে করা হচ্ছে রাজ্যজুড়ে উড়ালপুলগুলির কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তা নিয়েও নির্দেশও এদিনের বৈঠকের পর দিতে পারে রাজ্যের পূর্ত দফতর।
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাত বিপর্যয়ের জের, রাজ্যের উড়ালপুল, ঝুলন্ত সেতু নিয়ে আজ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বৈঠক নবান্নে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement