‘আমি নরেন্দ্র মোদি, আমিই আমেরিকায় তথ্য পাচার করছি’, টুইটে তোপ রাহুলের

Last Updated:

‘হাই! আমার নাম নরেন্দ্র মোদি ৷ আমি দেশের প্রধানমন্ত্রী ৷ আপনি যখনই আমার অফিসিয়াল অ্যাপ নরেন্দ্র মোদিতে সাইন আপ করবেন ৷ ঠিক সেই সময়ই আমি আপনার ব্যক্তিগত তথ্য আমেরিকান সংস্থার কাছে ফাঁস করে দেব ৷’

#নয়াদিল্লি: ‘হাই! আমার নাম নরেন্দ্র মোদি ৷ আমি দেশের প্রধানমন্ত্রী ৷ আপনি যখনই আমার অফিসিয়াল অ্যাপ নরেন্দ্র মোদিতে সাইন আপ করবেন ৷ ঠিক সেই সময়ই আমি আপনার ব্যক্তিগত তথ্য আমেরিকান সংস্থার কাছে ফাঁস করে দেব ৷’ #DeleteNaMoApp ইস্যুতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রতিবাদে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি অ্যাপ ৷ এতেই ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ আর তা নিয়েই বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে ৷ অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদি অ্যাপের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই #DeleteNaMoApp ইস্যুতে প্রতিবাদ জানাতে ময়দানে নেমেছেন কংগ্রেস নেতারা ৷ এবার সেই প্রতিবাদেই সামিল হয়েছেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইট করেন তিনি ৷
advertisement
কংগ্রেস সভাপতির টুইটের পরই তাঁকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস ৷ তিনি বলেন, ‘ সাদা চামড়ার লোকেদের সামনে নগ্ন হতে লজ্জা নেই ৷ আমেরিকায় যেতে হলে ভিসার জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয় ৷ এমনকী, হাতের ছাপও দিতে হয় ৷ কিন্তু দেশের সরকার যদি নাম এবং ঠিকানা চায়৷ তাতেই ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করার অভিযোগে বিপ্লব শুরু হয় ৷’
advertisement
২০১৯ লোকসভা নির্বাচন যাতে কোনওভাবেই প্রভাবিত না হয় সেই কারণে বিজেপি এবং কংগ্রেস দুই যুযুধান রাজনৈতিক দলই তৎপর ৷ কারণ ইতিমধ্যেই কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থার সঙ্গে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ৷ ভোটে জিতে মার্কিন প্রেসেডেন্টের দায়িত্ব পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই নির্বাচনে নাকি প্রভাব খাটিয়েছিল এই সংস্থাটি ৷ বিজেপির অভিযোগ, কংগ্রেসের সঙ্গে যোগসাজস রয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থার ৷ তাই নমো অ্যাপের নিরাপত্তা ত্রুটি নিয়ে আদাজল খেয়ে ময়দানে নেমেছে কংগ্রেস ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন যাতে কোনওভাবেই অ্যাপ মারফত প্রভাবিত না হয় সেই কারণেই তৎপর দুই রাজনৈতিক দল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমি নরেন্দ্র মোদি, আমিই আমেরিকায় তথ্য পাচার করছি’, টুইটে তোপ রাহুলের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement