দিল্লি নির্বাচনের ফল নিয়ে আমার মূল্যায়ন ভুল ছিল: অমিত শাহ

Last Updated:

দিল্লির পরাজয় মাথা পেতে নিলেন অমিত শাহ৷ ৭০ আসনের মধ্যে মাত্র ৮ আসনে জিতেছে বিজেপি৷ তারপর প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিলেও কিছু বলেননি অমিত শাহ৷

#নয়া দিল্লি: দিল্লির পরাজয় মাথা পেতে নিলেন অমিত শাহ৷ ৭০ আসনের মধ্যে মাত্র ৮ আসনে জিতেছে বিজেপি৷ তারপর প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিলেও কিছু বলেননি অমিত শাহ৷ দু’দিন পর দিল্লি নিয়ে মুখ খুললেন তিনি৷ বললেন, ‘আমি টুইট করেছিলাম যে আমরা ৪৫ আসনে জিততে পারি৷ কিন্তু এর সঙ্গে দিল্লির নির্বাচনের ফলাফলের কোনও যোগ নেই৷ আমি আসন সংখ্যা বলেছিলাম আমার মূল্যায়ন অনুসারে৷ মূল্যায়ন তো কখনও কখনও ভুল হয়৷’ একটি জাতীয় বেসরকারি সংবাদমাধ্যমে এই কথা বললেন অমিত শাহ৷
দিল্লির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ জানান, প্রতি নির্বাচনেই দলের নেতা কর্মীরা সমান দক্ষতায় কাজ করে থাকেন৷ কিন্তু কখনও কখনও তো পরাজয় হয়৷ আমরা তো বিহারেও হেরে গিয়েছিলাম৷ অনেক দলের কাছেই নির্বাচন মানে শুধুই সরকার তৈরি করা৷ কিন্তু আমরা শুধু জেতার জন্য নির্বাচনে লড়াই করি না৷ তাই আমরা পরাজয় মাথা পেতে নিচ্ছি৷ এবার আমরা চাই দিল্লির বর্তমান সরকার যেন সুস্থ ভাবে কাজ করতে পারে৷’
advertisement
তবে বিজেপিকে যে দিল্লির মানুষ বাতিল করে দিয়েছেন, সে কথা স্বীকার করতে চাননি অমিত শাহ৷ তিনি আবারও আপের উদাহরণ তুলে বলেছেন, ‘আপ লোকসভা নির্বাচনে তৃতীয় স্থান পেয়েছিল৷ তার মানে দিল্লির মানুষ আপ-কে অস্বীকার করেছে, এমন তো নয়৷ তার মানে এই নির্বাচনেও দিল্লির মানুষ বিজেপিকে বাতিল করে দিয়েছেন, এমন নয়৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি নির্বাচনের ফল নিয়ে আমার মূল্যায়ন ভুল ছিল: অমিত শাহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement