দিল্লি নির্বাচনের ফল নিয়ে আমার মূল্যায়ন ভুল ছিল: অমিত শাহ

Last Updated:

দিল্লির পরাজয় মাথা পেতে নিলেন অমিত শাহ৷ ৭০ আসনের মধ্যে মাত্র ৮ আসনে জিতেছে বিজেপি৷ তারপর প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিলেও কিছু বলেননি অমিত শাহ৷

#নয়া দিল্লি: দিল্লির পরাজয় মাথা পেতে নিলেন অমিত শাহ৷ ৭০ আসনের মধ্যে মাত্র ৮ আসনে জিতেছে বিজেপি৷ তারপর প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া দিলেও কিছু বলেননি অমিত শাহ৷ দু’দিন পর দিল্লি নিয়ে মুখ খুললেন তিনি৷ বললেন, ‘আমি টুইট করেছিলাম যে আমরা ৪৫ আসনে জিততে পারি৷ কিন্তু এর সঙ্গে দিল্লির নির্বাচনের ফলাফলের কোনও যোগ নেই৷ আমি আসন সংখ্যা বলেছিলাম আমার মূল্যায়ন অনুসারে৷ মূল্যায়ন তো কখনও কখনও ভুল হয়৷’ একটি জাতীয় বেসরকারি সংবাদমাধ্যমে এই কথা বললেন অমিত শাহ৷
দিল্লির নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ জানান, প্রতি নির্বাচনেই দলের নেতা কর্মীরা সমান দক্ষতায় কাজ করে থাকেন৷ কিন্তু কখনও কখনও তো পরাজয় হয়৷ আমরা তো বিহারেও হেরে গিয়েছিলাম৷ অনেক দলের কাছেই নির্বাচন মানে শুধুই সরকার তৈরি করা৷ কিন্তু আমরা শুধু জেতার জন্য নির্বাচনে লড়াই করি না৷ তাই আমরা পরাজয় মাথা পেতে নিচ্ছি৷ এবার আমরা চাই দিল্লির বর্তমান সরকার যেন সুস্থ ভাবে কাজ করতে পারে৷’
advertisement
তবে বিজেপিকে যে দিল্লির মানুষ বাতিল করে দিয়েছেন, সে কথা স্বীকার করতে চাননি অমিত শাহ৷ তিনি আবারও আপের উদাহরণ তুলে বলেছেন, ‘আপ লোকসভা নির্বাচনে তৃতীয় স্থান পেয়েছিল৷ তার মানে দিল্লির মানুষ আপ-কে অস্বীকার করেছে, এমন তো নয়৷ তার মানে এই নির্বাচনেও দিল্লির মানুষ বিজেপিকে বাতিল করে দিয়েছেন, এমন নয়৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি নির্বাচনের ফল নিয়ে আমার মূল্যায়ন ভুল ছিল: অমিত শাহ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement