গোশালার জন্য জমি দান করলেন মুসলিম ব্যক্তি
Last Updated:
দেশজুড়ে যখন বিভাজনের নানা ঘটনা প্রকাশ্যে আসছে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির নয়া নজির গড়লেন মুসলিম এই ব্যক্তি ৷
#মুজফ্ফরনগর: দেশজুড়ে যখন বিভাজনের নানা ঘটনা প্রকাশ্যে আসছে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির নয়া নজির গড়লেন মুসলিম এই ব্যক্তি ৷ গোরক্ষার নামে দেশেজুড়ে হিংসা ও বির্তক যেখানে চলছে সেখানেই নিজের ২ বিঘা জমি গোশালা তৈরির জন্য দান করলেন মুসলিম ব্যক্তি ৷
সরবথ আলি নামে ওই বক্তি উত্তরপ্রদেশের পুরকাজির বাসিন্দা ৷ ৪০ বছরের সরবথ বালাজি ধাম মন্দির কমিটিকে নিজের দুই বিঘা জমি দান করলেন তিনি গোশালার জন্য ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই জমিটি বালাজি ধাম মন্দিরের নামে করে দিয়েছেন ৷
গত কয়েকমাসে গোরক্ষকদের হাতে একের পর এক বিংসার ঘটনা সামনে এসেছে ৷ এমনকী গোরু পাচারের অভিযোগে রাজস্থানে ৫৫ বছরের এক ব্যক্তিকে হত্যা করা হয় ৷ দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার বাতাবরণে জমি দােনর ঘটনায় আবারও যেন প্রমাণ পেল হিন্দু-মুসলিম ভাই ভাই ।
advertisement
advertisement
এর কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের কাটোয়ায় কবরস্থানের জন্য বিনামূল্যে জমি দান করতে এগিয়ে এসেছিল এক হিন্দু পরিবার। আপনজনের মৃত্যু হয়েছে। কিন্তু গোরস্থানে জায়গা নেই। কবর দেওয়া নিয়ে চিন্তায় ছিল মসজিদ কমিটি। মঙ্গলকোটের গোতিষ্ঠা গ্রামে বেশিরভাগই মুসলিম পরিবারের বাস। হিন্দু পরিবার জনা কয়েক। কবরস্থানে জমি সমস্যা নিয়ে হয়রান ছিল মুসলিম সম্প্রদায়। ঠিক এমন সময়েই মুশকিল আসান করতে এগিয়ে আসে গ্রামেরই এক হিন্দু পরিবার। পালিত পিতার ইচ্ছাপূরণে সত্তর বছরের বীরেশচন্দ্র দেব মসজিদ কমিটিকে একবিঘে জমি দান করলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2017 3:28 PM IST