Meerut Murder Update: সৌরভকে নৃশংস হত্যার পরেও মুসকান-সাহিলের জন্য ভাল খবর, জেলে দেখা করতে আসছেন কে?

Last Updated:

৩ তারিখ রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে আচ্ছন্ন করে ফেলে মুসকান৷ এর পরই নিজেদের ভাড়া বাড়িতে সাহিলকে ডেকে নেয় সে৷ এর পর অসহায় সৌরভের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু জনে৷

সাহিল এবং মুসকান৷
সাহিল এবং মুসকান৷
মেরঠ: মেরঠে সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডে অভিযুক্ত মুসকান রস্তোগি এবং সাহিল শুক্লাকে আদালতে পেশ করার সময় তাদের উপরে চড়াও হয়েছিলেন একদল আইনজীবী৷ এর পরেও অবশ্য মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংস ভাবে হত্যায় অভিযুক্ত মুসকান ও সাহিলের জন্য আইনি লড়াই করবেন এক আইনজীবী৷ জানা গিয়েছে, মেরঠ কাণ্ডে দুই অভিযুক্তের হয়ে আদালতে লড়বেন আইনজীবী রেখা জৈন৷
জানা গিয়েছে, জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষই মুসকান ও সাহিলের জন্য এই আইনজীবীর ব্যবস্থা করেছে৷ জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী প্রত্যেক অভিযুক্তেরই আইনি সাহায্য পাওয়ার অধিকার রয়েছে৷ সেই অনুযায়ীই রেখা জৈনের নাম চূড়ান্ত করা হয়েছে৷ খুব শিগগিরই জেলে গিয়ে মুসকান এবং সাহিলের সঙ্গে দেখা করবেন রেখা জৈন৷ বিনামূল্যেই এই আইনি সাহায্য পাবে তারা৷
advertisement
advertisement
একা রেখা জৈন নয়, তাঁর সঙ্গে আরও তিন জন আইনজীবী রেখা জৈনের সহকারী হিসেবে এই মামলায় কাজ করবেন৷ আইনজীবী চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিল মুসকান এবং সাহিল৷
২০১৬ সালে মুসকানের সঙ্গে সৌরভের বিয়ে হয়৷ ২০১৯ সালে তাঁদের একটি কন্যাসন্তান হয়৷ ২০১৯ সালেই স্কুলের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাহিলের সঙ্গে ফের যোগাযোগ হয় মুসকানের৷ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগেই মেরঠ শহরের একটি শপিং মলে স্কুলের বন্ধুদের পুনর্মিলনের একটি অনুষ্ঠান হয়৷ সেখানেই বহু বছর পর সাহিলের সঙ্গে ফের মুখোমুখি সাক্ষাৎ হয় মুসকানের৷ আবারও শুরু হয় বন্ধুত্ব৷ কয়েকদিনের মধ্যে যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়৷
advertisement
কিছুদিনের মধ্যেই স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন সৌরভ৷ একটা সময়ের পর স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও করেন তিনি৷ স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় কিছুটা হতাশ হয়েই ফের একবার মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বিদেশে চলে যান সৌরভ৷ আর এই সুযোগেই আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে সাহিল এবং মুসকান৷ এরই মধ্যে মুসকানকে ড্রাগসের নেশাও ধরিয়ে ফেলে সাহিল৷ ফলে মুসকানের কাছে সৌরভ পথের কাঁটা হয়ে ওঠে৷
advertisement
মেয়ের জন্মদিন পালন করতে গত ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে ফেরেন সৌরভ৷ তখনই তাঁকে খুনের ছক কষে ফেলে মুসকান এবং সাহিল৷ ৩ তারিখ রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে আচ্ছন্ন করে ফেলে মুসকান৷ এর পরই নিজেদের ভাড়া বাড়িতে সাহিলকে ডেকে নেয় সে৷ এর পর অসহায় সৌরভের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু জনে৷ সৌরভের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে কোপাতে থাকে দুই অভিযুক্ত৷ খুনের পর মুসকান এবং সাহিল মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Update: সৌরভকে নৃশংস হত্যার পরেও মুসকান-সাহিলের জন্য ভাল খবর, জেলে দেখা করতে আসছেন কে?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement