Meerut Murder Update: সৌরভকে নৃশংস হত্যার পরেও মুসকান-সাহিলের জন্য ভাল খবর, জেলে দেখা করতে আসছেন কে?

Last Updated:

৩ তারিখ রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে আচ্ছন্ন করে ফেলে মুসকান৷ এর পরই নিজেদের ভাড়া বাড়িতে সাহিলকে ডেকে নেয় সে৷ এর পর অসহায় সৌরভের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু জনে৷

সাহিল এবং মুসকান৷
সাহিল এবং মুসকান৷
মেরঠ: মেরঠে সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডে অভিযুক্ত মুসকান রস্তোগি এবং সাহিল শুক্লাকে আদালতে পেশ করার সময় তাদের উপরে চড়াও হয়েছিলেন একদল আইনজীবী৷ এর পরেও অবশ্য মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংস ভাবে হত্যায় অভিযুক্ত মুসকান ও সাহিলের জন্য আইনি লড়াই করবেন এক আইনজীবী৷ জানা গিয়েছে, মেরঠ কাণ্ডে দুই অভিযুক্তের হয়ে আদালতে লড়বেন আইনজীবী রেখা জৈন৷
জানা গিয়েছে, জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষই মুসকান ও সাহিলের জন্য এই আইনজীবীর ব্যবস্থা করেছে৷ জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী প্রত্যেক অভিযুক্তেরই আইনি সাহায্য পাওয়ার অধিকার রয়েছে৷ সেই অনুযায়ীই রেখা জৈনের নাম চূড়ান্ত করা হয়েছে৷ খুব শিগগিরই জেলে গিয়ে মুসকান এবং সাহিলের সঙ্গে দেখা করবেন রেখা জৈন৷ বিনামূল্যেই এই আইনি সাহায্য পাবে তারা৷
advertisement
advertisement
একা রেখা জৈন নয়, তাঁর সঙ্গে আরও তিন জন আইনজীবী রেখা জৈনের সহকারী হিসেবে এই মামলায় কাজ করবেন৷ আইনজীবী চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিল মুসকান এবং সাহিল৷
২০১৬ সালে মুসকানের সঙ্গে সৌরভের বিয়ে হয়৷ ২০১৯ সালে তাঁদের একটি কন্যাসন্তান হয়৷ ২০১৯ সালেই স্কুলের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাহিলের সঙ্গে ফের যোগাযোগ হয় মুসকানের৷ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগেই মেরঠ শহরের একটি শপিং মলে স্কুলের বন্ধুদের পুনর্মিলনের একটি অনুষ্ঠান হয়৷ সেখানেই বহু বছর পর সাহিলের সঙ্গে ফের মুখোমুখি সাক্ষাৎ হয় মুসকানের৷ আবারও শুরু হয় বন্ধুত্ব৷ কয়েকদিনের মধ্যে যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়৷
advertisement
কিছুদিনের মধ্যেই স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন সৌরভ৷ একটা সময়ের পর স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও করেন তিনি৷ স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় কিছুটা হতাশ হয়েই ফের একবার মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বিদেশে চলে যান সৌরভ৷ আর এই সুযোগেই আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে সাহিল এবং মুসকান৷ এরই মধ্যে মুসকানকে ড্রাগসের নেশাও ধরিয়ে ফেলে সাহিল৷ ফলে মুসকানের কাছে সৌরভ পথের কাঁটা হয়ে ওঠে৷
advertisement
মেয়ের জন্মদিন পালন করতে গত ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে ফেরেন সৌরভ৷ তখনই তাঁকে খুনের ছক কষে ফেলে মুসকান এবং সাহিল৷ ৩ তারিখ রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে আচ্ছন্ন করে ফেলে মুসকান৷ এর পরই নিজেদের ভাড়া বাড়িতে সাহিলকে ডেকে নেয় সে৷ এর পর অসহায় সৌরভের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু জনে৷ সৌরভের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে কোপাতে থাকে দুই অভিযুক্ত৷ খুনের পর মুসকান এবং সাহিল মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Update: সৌরভকে নৃশংস হত্যার পরেও মুসকান-সাহিলের জন্য ভাল খবর, জেলে দেখা করতে আসছেন কে?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement