Cops In Dramatic Rescue: ক্যাব থামিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মহিলা! এর পর চালক যা করলেন...ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Cops In Dramatic Rescue:সেতুর উপর থেকে ঝাঁপ দিলেন এক মহিলা! ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল তাঁর। শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
কলকাতা: সেতুর উপর থেকে ঝাঁপ দিলেন এক মহিলা! ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল তাঁর। শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানেই ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশের সাহসিকতার নজির মিলেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নেটিজেনরাও।
সূত্রের খবর, নাভা শেভা এলাকায় অটল বিহারী বাজপেয়ী ট্রান্স হারবার লিঙ্ক ব্রিজ (অটল সেতু) থেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন ৫৭ বছর বয়সি ওই মহিলা। নীচেই আগ্রাসী সমুদ্র। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঝাঁপিয়ে পড়লেন মহিলা। তার পরই ক্যাব চালক ব্রীজের ফোকরের মধ্যে দিয়ে হাত গলিয়ে তাঁর চুল ধরে ফেললেন কোনও মতে। ট্রাফিক পুলিশরাও চলে এলেন এর পর। সম্মিলিত চেষ্টায় টেনে তোলা হল মহিলাকে।
advertisement
advertisement
Viewers Discretion Advised
Responding promptly to an attempt to die by suicide at MTHL Atal Setu, the on-duty officials, PN Lalit Shirsat, PN Kiran Mahtre, PC Yash Sonawane & PC Mayur Patil of @Navimumpolice jumped over the railing & rescued the individual saving her life.
— पोलीस आयुक्त, बृहन्मुंबई – CP Mumbai Police (@CPMumbaiPolice) August 16, 2024
advertisement
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রিপোর্ট অনুসারে, মুলুন্ডের বাসিন্দা সেই মহিলা ৩১ বছর বয়সি ক্যাবচালক সঞ্জয় যাদবকে ব্রিজের উপর ক্যাব থামাতে বলেছিলেন। গাড়ি থেকে নেমে মহিলাটি অটল সেতুর নিরাপত্তা বেষ্টনীতে বসেছিলেন। এর পরেই তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। যদিও পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল বলে জানা যায়। ব্রিজের উপর গাড়ি থামতেই ছুটে আসে পুলিশ।
advertisement
পুলিশ কর্তা বলেন, “পুলিশকে সতর্ক করার পরে, একটি টহল গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ যখন তাঁর কাছে যায়, তখন তিনি ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছিলেন। কিন্তু ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশকর্মীরা ঠিক সময়েই তাঁকে ধরে ফেলেন”।
পুলিশ কনস্টেবল ললিত অমরশেট, কিরণ মাহাত্রে, যশ সোনাওয়ানে সমন্বিত দলটি রেলিংয়ের উপরে উঠেছিল। ক্যাবচালকের হাতে তখনও ধরা ছিল চুলের গোছা। তড়িঘড়ি সেই মহিলার হাত এবং কোমর ধরে ফেলেন পুলিশরা। সম্মিলিত চেষ্টায় তাঁকে টেনে তোলার সেই ভিডিও ভাইরাল হয়।
advertisement
এর পর ওই মহিলাকে নভি মুম্বইয়ের থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদেরও সতর্ক করা হয়। নাভা শেভা পুলিশকে দেওয়া বিবৃতিতে মহিলা দাবি করেছেন, কিছু আচারের অংশ হিসাবে দেবতার ছবি ভাসাতে চেয়েছিলেন জলে।
এর আগে জুলাই মাসে, একজন ৩৮ বছর বয়সি এক ইঞ্জিনিয়ার আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে মানসিক চাপে অটল সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 10:20 AM IST