#মুম্বই: সংরক্ষণের দাবিতে মারাঠা গোষ্ঠীগুলির ডাকা মুম্বই বনধ দ্বিতীয় দিনেই হিংসাত্মক আকার নিয়েছে । মুম্বই, নবি মুম্বই ও থানেতে বাসে হামলা চালিয়েছে আন্দোলনকারিরা ।
বিক্ষোভকারীরা বেশ কয়েকটি বাসে পাথর ছুঁড়েছেন বলে জানা গিয়েছেন । কঞ্জরমার্গ ও ভান্ডপ এলাকায় পরিস্থিতি রীতিমত উত্তপ্ত । এই দুটি এলাকায়
ওয়াগলে ও থানে অঞ্চলে পাথর ছুড়ে ও রাস্তা আটকায় বিক্ষোভকারীরা । অবরোধ করা হয়েছে তিন হাত নাকা জাংশন ফলে ব্যাপক যানজটের ফলে দুর্ভোগের শিকার হয়েছেন নিত্যযাত্রীরা ।
নবি মুম্বই-এর ঘান্সোলি এলাকায় একটি বাসে আক্রমণ করেছে মোর্চা সদস্যরা । মুম্বই ছাড়াও পালগড় ও রায়গড় অঞ্চলে প্রতিবাদে পথে নেমেছে মারাঠা গোষ্ঠীগুলি ।
ইতিমধ্যে চেম্বুর ও মুলুন্দ অঞ্চলেও শুরু হয়েছে বিক্ষোভ ।
মারাঠা ক্রান্তি মোর্চা, সকল ক্রান্তি মোর্চা সহ অন্যান্য মারাঠা গোষ্ঠীগুলি গতকাল থেকেই রাজ্যজুড়ে বন্ধের ডাক দিয়েছে । গতকালই ঔরঙ্গাবাদে আত্মহত্যা করেছেন কাকাসাহেব শিন্ডে নামক এক যুবনেতা । তারপর থেকেই এই বন্ধ আরও জোরালো আকার নিয়েছে ।
বেশ কয়েকটি জায়গায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন আন্দোলনকারিরা । তাঁদের দাবি মারাঠা সম্প্রদায়কে যথেচ্ছভাবে অপমান করেছেন ফড়নবিস ও পূর্ত দফতরের মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল ।
মোর্চা নেতা রবীন্দ্র পাতিল জানিয়েছেন যতক্ষন না ফড়নবিস সমগ্র মারাঠা সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ চলবে তাদের আন্দোলন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai bandh, Reservation