Mumbai Rain: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই, মহারাষ্ট্র জুড়ে লাল সতর্কতা! হুড়মুড়িয়ে বাড়ছে ঝর্নার জল

Last Updated:

Mumbai Rain: একটানা প্রবল বৃষ্টিতে এখন ভেসে যাওয়ার মতোই অবস্থা মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গা৷ মঙ্গলবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।

পাওয়াই হ্রদ
পাওয়াই হ্রদ
মুম্বইঃ একটানা প্রবল বৃষ্টিতে এখন ভেসে যাওয়ার মতোই অবস্থা মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গা৷ মঙ্গলবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন অনেকে। মুম্বইয়ের পাওয়াই হ্রদের দৃশ্যে দেখা ভয় পাচ্ছে সকলে ভারী বৃষ্টিপাতের পর সেখান থেকে জল উপচে পড়ছে।

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। তবে ভারী বৃষ্টির জেরে তা ব্যাহত হচ্ছে। মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে মুম্বই-এর ওবেরয় মলের সামনে সাঁতার কাটছে।
advertisement
থানেতে সোমবার সকালে দেখা গেল এক অদ্ভূত দৃশ্য ৷ রাস্তায় এতটাই জল জমেছিল যে আন্ডারপাসের মধ্যে আটকে যায় একটি গাড়ি ৷ সেটা প্রায় ডুবেই যাচ্ছিল ৷ দুই ব্যক্তিকে তাদের প্রায় ডুবে যাওয়া গাড়ির ভিতরে জলমগ্ন আন্ডারপাসের মাঝখানে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সাঁতরে সেখানে পৌঁছে গাড়িটিকে ধাক্কা দিয়ে তার মধ্যে আটকে পড়া দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। ভিডিওতে দেখা যায়, দু’জন স্থানীয় ব্যক্তিকে সাঁতার কেটে গাড়ির কাছে পৌঁছতে ৷
advertisement
এই আন্ডারপাসটি থানের নারিভালি এবং উত্তরশিব গ্রাম দু’টিকে সংযুক্ত করেছে। সেখানেই জলমগ্ন রাস্তায় গাড়ির বনেটটি উল্টে যেতে শুরু করে। আন্ডারপাসের মধ্যে গাড়িটি প্রায় খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। গাড়ির ভিতর তখনও আটকে ছিলেন দুই ব্যক্তি। সেখান থেকেই তাঁদের উদ্ধার করা হয় ৷ থানে, মুম্বই, পালঘর, নভি মুম্বা, রায়গড়ের মতো মহারাষ্ট্রের আরও অনেক জেলায় গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টির ফলে স্কুল ও কলেজও আপাতত বন্ধ রাখা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Rain: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই, মহারাষ্ট্র জুড়ে লাল সতর্কতা! হুড়মুড়িয়ে বাড়ছে ঝর্নার জল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement