রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ব্যাহত যান চলাচল

Last Updated:

সমুদ্র সৈকত ও তার আশপাশে মানুষজনকে যেতে নিষেধ করা হয়েছে।

#মুম্বই: প্রবল বৃষ্টি বানভাসি বাণিজ্যনগরী ৷ চলতি বছরে এখনও পর্যন্ত অতি ভারী বৃষ্টির কবলে খুব একটা পড়েনি মুম্বই। তবে সোমবার রাত থেকে একটানা তুমুল বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহরবাসী ৷ একাধিক এলাকা জলমগ্ন ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১০ ঘণ্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে শহরে। জল জমে যাওয়ায় মুম্বইয়ের লোকাল ট্রেন চলাচল আপাতত ব্যাহত ৷
বিএমসি-র তরফে সমুদ্রের কাছে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২:৪৭ নাগাদ সমুদ্রে হাইটাইড আসতে চলেছে ৷ সেই সময় ৪.৫১ মিটার উঁচু টেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ৷ সমুদ্র সৈকত ও তার আশপাশে মানুষজনকে যেতে নিষেধ করা হয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
মুম্বইয়ে লাগাতার বৃষ্টির জেরে লোয়ার পারেল এলাকা জলে ডুবে গিয়েছে ৷ জলমগ্ন সান্তাক্রুজ, কোলাবা, বান্দ্রা, মীরা রোড, পারেল সহ বিস্তীর্ণ এলাকা।
advertisement
advertisement
মুম্বই লোকাল ট্রেনের ওয়েস্টার্ন লাইন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ হারবার লাইনে কুরলা আর ছত্রপতি শিবাজি টার্মিনাসের মধ্যেও ট্রেন চলাচল বন্ধ। ধীর গতিতে চলছে সেন্ট্রাল লাইন ৷ অতি ভারী বৃষ্টির আশঙ্কায় মঙ্গল এবং বুধবার শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। শহরের ৮টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ব্যাহত যান চলাচল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement