Home /News /national /

ইডলি তৈরি হচ্ছে 'টয়লেট'-এর জল দিয়ে, মুম্বইয়ের এই ভিডিও ভাইরাল ...দেখুন

ইডলি তৈরি হচ্ছে 'টয়লেট'-এর জল দিয়ে, মুম্বইয়ের এই ভিডিও ভাইরাল ...দেখুন

Photo Courtesy: Twitter

Photo Courtesy: Twitter

 • Share this:

  #মুম্বই: রাস্তার তৈরি ইডলি খাচ্ছেন৷ দারুণ মুখরোচক৷ সস্তায় পেটও ভরছে বেশ৷ মনে মনে ভাবছেন, ইডলি বেশ হেলথি৷ কিন্তু আদতে কী তাই? জানেন কী এই ইডলির চাটনি তৈরি হচ্ছে নোংরা শৌচালয়ের জল দিয়ে! এমনই ভিডিও সামনে এসেছে৷ ৪৫ সেকেন্ডের এই ভিডিওয়ে দেখা গিয়েছে যে এক ইডলি বিক্রেতা মুম্বইয়ের বোরিভেলি স্টেশনের টয়লেট-এ ঢুকেছেন জলের পাত্র নিয়ে৷ দিনভর বহু যাত্রী যে শৌচালয় ব্যবহার করেন, সেই শৌচালয় থেকে জল নিয়ে তৈরি হবে ইডলির চাটনি! যা খাবেন বহু মানুষ! ভিডিওটি স্বাভাবিক কারণেই ভাইরাল হয়েছে৷

  আরও পড়ুন স্কুলে হিন্দি আবশ্যিক? তামিল-চাপে কেন্দ্র বলল, এটি একটি প্রস্তাব মাত্র

  ভিডিওটি খাদ্য সুরক্ষা দফতরে পৌঁছেছে৷ সেখানে এর সত্যতা যাচাই করা হচ্ছে৷ প্রয়োজনে ওই হকারের লাইসেন্স বাতিল করা হবে, জানিয়েছেন তারা৷ এই অপরিষ্কার জলে নানা রোগব্যাধি ছড়াতে পারে৷ ঘটনার তদন্তও শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷

  দেখুন সেই ভিডিওটি...

  First published:

  Tags: Mumbai news, Toilet

  পরবর্তী খবর