Mumbai Attack: ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা ঢুকে পড়েছে মুম্বই শহরে? তোলপাড় পড়ে গেল মায়ানগরীতে, ১ কোটি মানুষকে মারার হুমকি

Last Updated:

Mumbai Attack: লস্কর-ই-জিহাদি নামে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হুমকি পাঠানো হয়েছে।

মুম্বইতে ফের হুমকি!
মুম্বইতে ফের হুমকি!
মুম্বই: ফের মুম্বইয়ে হামলার আশঙ্কা। শুক্রবার মুম্বই পুলিশের হেল্পলাইনে ফোন করে হুমকি দেওয়া হয়, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি আলাদা আলাদা গাড়িতে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রতিটি গাড়িতে মজুত রয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক। দাবি করা হয়েছে, মোট ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা রয়েছে মায়ানগরী মুম্বইতে
advertisement
ANI সূত্রে খবর, লস্কর-ই-জিহাদি নামে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হুমকি পাঠানো হয়েছেপুলিশের কাছে আসা বার্তায় বলা হয়েছে, এই ৩৪ জন জঙ্গি মানব বোমা হয়ে মুম্বই শহরকে একাধিক বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করবে। হুমকি বার্তা ও ফোন আসার পরই গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়শহরজুড়ে বোমা বিস্ফোরণের জন্য ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে বলেই হুমকি দেওয়া হয়েছে
advertisement
advertisement
অনন্ত চতুর্দশীতে এই বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ৩৪টি গাড়িতে ৩৪ জন মানব বোমা থাকবে, ১ কোটি মানুষের মৃত্যু হবে এই বিস্ফোরণে, এমনটাই নাকি হুমকি বার্তায় বলা হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ গোটা রাজ্যে নিরাপত্তা বাড়িয়েছে উড়ো ফোন পাওয়ার পরই।
advertisement
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছেট্র্যাফিক পুলিশ, বিমানবন্দর, রেলস্টেশনভিড় জমায়েত এলাকায় শুরু করে দেওয়া হয়েছে তল্লাশি অভিযান। কড়া নজরদারিতে রাখা হয়েছে বিভিন্ন হোটেল, শপিং মল, মন্দির এবং পর্যটনকেন্দ্রগুলোকেওপুলিশ জানিয়েছে, প্রতিটি গাড়িযাত্রীবাহী যানবাহনে নাকা-চেকিং চলছে।
advertisement
এখনও তাজা মুম্বই হামলার স্মৃতি। ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হামলায় শহর কেঁপে উঠেছিল মুম্বই। সেই আতঙ্কের ছায়া এখনও নাগরিকদের মনে বিদ্যমান। তাই নতুন করে আসা এই মানব বোমার হুমকি গোটা শহরকে আতঙ্কিত করে তুলেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Attack: ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা ঢুকে পড়েছে মুম্বই শহরে? তোলপাড় পড়ে গেল মায়ানগরীতে, ১ কোটি মানুষকে মারার হুমকি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement