সাইক্লোন 'নিসর্গ' মোকাবিলায় বুধবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দর থেকে উড়বে ১৯ বিমান, বাতিল ৩১

Last Updated:

সাইক্লোন মোকাবিলার সমস্ত সুরক্ষাবিধি মেনে বুধবার মাত্র ১৯টি বিমান ওঠা-নামা করবে । তারমধ্যে আট'টি বিমান অবতরণ করবে, বাকি ১১টি উড়ে যাবে ।

#মুম্বই: প্রবল শক্তি নিয়ে বুধবার দুপুরেই মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ৷ সাইক্লোন নিসর্গের মোকাবিলায় মহারাষ্ট্র এবং গুজরাত, দুই রাজ্যই নিজেদের মতো করে তৈরি । নেমেছে এনডিআরএফ। উপকূলরক্ষা বাহিনী ও নৌ-সেনাকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে, ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA) ৷ সাইক্লোন মোকাবিলার জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, সাইক্লোন মোকাবিলার সমস্ত সুরক্ষাবিধি মেনে বুধবার মাত্র ১৯টি বিমান ওঠা-নামা করবে । তারমধ্যে আট'টি বিমান অবতরণ করবে, বাকি ১১টি উড়ে যাবে । বাকি সমস্ত বিমান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি । প্রসঙ্গত, ২৫ মে দেশে বিমান পরিষেবা চালু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ৫০টি বিমান ওঠা-নামা করছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে । ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছেন, তাঁরা যেন বাড়ি থেকে বেরনোর আগে সংশ্লিষ্ট বিমানের 'স্ট্যাটাস' জেনে নেন । ইতিমধ্যেই ইন্ডিগো, বুধবার মুম্বইয়ের ১৭টি ফ্লাইট বাতিল করেছে ৷ আপাতত যা ঠিক আছে, তাতে আগামিকাল ৩ জুন মুম্বই বিমানবন্দর থেকে মাত্র ৩টি বিমান ওঠানামা করবে ইন্ডিগোর ৷ যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্প সবই এদিন খতিয়ে দেখা হয়েছে ৷ প্রবল ঝড়-বৃষ্টিতে বিমানবন্দরে জল যাতে না জমে যায়, তার ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷ বিমানবন্দরে অবশ্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা ২৪ ঘণ্টাই পাওয়া যাবে বলে জানানো হয়েছে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ৷
advertisement
এদিকে, বিমানবন্দরে যে ছোট বা হালকা বিমানগুলি রাখা হয়েছে, সেগুলিকে নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কারণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলি ৷ আমফানে কলকাতা বিমানবন্দরে ভেঙে পড়েছিল বিমান রাখার হ্যাঙার ৷ নিসর্গ নিয়ে তাই আগেইভাগেই অনেক বেশি সতর্ক মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সাইক্লোন 'নিসর্গ' মোকাবিলায় বুধবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দর থেকে উড়বে ১৯ বিমান, বাতিল ৩১
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement