Mukesh Ambani: ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে ! শুরু হয়েছে তদন্ত

Last Updated:

Mukesh Ambani Receives Death Threat Via Email: গত শুক্রবার রাত ৮টা ৫১ মিনিট নাগাদ তাঁর কাছে একটি ই-মেল আসে। সেখানে দেখা যায়, ২০ কোটি টাকা দাবি করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে ! শুরু হয়েছে তদন্ত
ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে ! শুরু হয়েছে তদন্ত
মুম্বই: খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত শুক্রবার রাত ৮টা ৫১ মিনিট নাগাদ তাঁর কাছে একটি ই-মেল আসে। সেখানে দেখা যায়, ২০ কোটি টাকা দাবি করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের পক্ষ থেকে শনিবার এমনটাই জানানো হয়েছে।
এই ঘটনায় কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। এফআইআর-এর একটা কপি সংবাদমাধ্যমের হাতে এসেছে। তা থেকে জানা যাচ্ছে যে, ওই ই-মেলে হুমকি দিয়ে বলা হয়েছে, “আপনি যদি ২০ কোটি টাকা না দেন, তাহলে আমরা আপনাকে হত্যা করব। ভারতের সেরা শ্যুটার কিন্তু আমাদের হাতে রয়েছে।”
advertisement
advertisement
পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে যে, “শুক্রবার অর্থাৎ ২৭ অক্টোবর প্রাণনাশের হুমকি সংক্রান্ত ই-মেল পেয়েছেন মুকেশ আম্বানি। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ভারতীয় দণ্ডবিধি (আইপিসি)-র ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে মুম্বইয়ের গামদেবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mukesh Ambani: ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে ! শুরু হয়েছে তদন্ত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement