সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এরিকসন মামলার টাকা মিটিয়ে ভাইয়ের পাশে মুকেশ আম্বানি, অনিলের ধন্যবাদ মুকেশ ও নীতাকে

Last Updated:
#নয়াদিল্লি :   Reliance Communications Ltd (RCom) চেয়ারম্যান অনিল আম্বানি নিজের বড় ভাই মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানালেন ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও তাঁর স্ত্রী নীতা অম্বানি যৌথভাবে অনিল অম্বানিকে ঋন শোধ করতে সাহায্য করেছেন ৷Reliance Communications Ltd (RCom) -র পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রাপ্য ৪৫৮.৭৭ কোটি টাকার  আগেই শোধ করে দেওয়া হয়েছে ৷ ভাই অনিলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে  দিলেন মুকেশ অম্বানি ৷
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ি এরিকসনকে সুদ সহ ৫৫০ কোটি টাকা দেওয়ার ছিল ৷ সেই পুরো টাকাটাই দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন  RCom-র মুখপাত্র ৷
সুপ্রিম কোর্টের কাছে ফেব্রুয়ারি মাসেই ১১৮ কোটি টাকা দিয়ে দিয়েছিল RCom ৷ ২০১৪ সালে সুইডিশ কোম্পানিটির সঙ্গে চুক্তি হয়েছিল ৷ নিজেদের বকেয়া পায়নি এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিল সুইডিশ কোম্পানিটি ৷
advertisement
advertisement
নিজের বিবৃতিতে অনিল আম্বানি জানিয়েছেন, ‘‘আমার গভীর ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই মুকেশ ও  তাঁর  স্ত্রী নীতাকে, আমার খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য , নিজের পরিবারের প্রতি গভীর দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য এবং সময়োচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ৷ আমি ও আমার পরিবার ভীষণভাবে কৃতজ্ঞ ওঁদের এই সাহায্যের জন্য ৷ ’’
advertisement
ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনিল আম্বানি ও ওই কোম্পানির দু‘জন ডিরেক্টরকে  নির্দেশ দেওয়া হয়েছিল এরিকসনের বকেয়া চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে  আর না হলে আদালত অবমাননার দায়ে তিন মাসের জেল হবে ৷ এই সময়সীমা মঙ্গলবার অর্থাৎ ১৯ মার্চ শেষ হত ৷ তার আগেই তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানাল RCom ৷
advertisement
এই নিয়ে  দ্বিতীয়বার  মুকেশ আম্বানি নিজের ভাইকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ৷ ২০১৮ সালে   Reliance Jio Infocomm যা মুকেশ অম্বানির কোম্পানি তারা RCom’-র ৩০০০ কোটি টাকার ওয়ারলেস সম্পত্তি কিনে নিয়েছিল ৷
এরিকসন এবং আর কমের এই লড়াই শুরু হয়েছিল যখন সুইডিশ কোম্পানি দেউলিয়া হয়েছিল ২০১৮ সালে ৷ এটা অভিযোগ ছিল telco-র সারা দেশ ব্যাপী নেটওয়ার্কের জন্য  ২০১৩ থেকে ৭ বছরের জন্য চুক্তি হওয়া   প্রায় ১৫০০ কোটি টাকার বকেয়া যা পায়নি ৷
advertisement
এই মামলা তারপর  National Company Law Tribunal থেকে National Company Law Appellate Tribunal গিয়েছিল ৷ যেখানে দুই পার্টির মধ্যে সমঝোতা ৫৫০ কোটি টাকায় দাঁড়িয়েছিল যার সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর ৷
RCom নির্ধারিত তারিখে নিষ্পত্তি না করতে পারায় এরিকসম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ যেখানে RCom কে আরও একটি সময়সীমা ১৫ ডিসেম্বর ২০১৮ দেওয়া হয়েছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এরিকসন মামলার টাকা মিটিয়ে ভাইয়ের পাশে মুকেশ আম্বানি, অনিলের ধন্যবাদ মুকেশ ও নীতাকে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement