Muharram 2022: মহরমের তাজিয়াতে লুকিয়ে রয়েছে মৃত্যুর ইতিহাস! শোক পালনের প্রস্তুতি বিশ্বজুড়ে

Last Updated:

Muharram Tazia: তাজিয়া শব্দটি আরবি শব্দ আযা থেকে এসেছে যার অর্থ মৃতদের স্মরণ করা।

Muharram 2022
Muharram 2022
#নয়াদিল্লি: হিজরি ক্যালেন্ডারের দ্বিতীয় পবিত্রতম মাস, মহরম মূলত ইসলামিক নববর্ষের সূচনা করে। ২০২২ সালে, নতুন ইসলামিক বছর শুরু হয়েছে ৩০ জুলাই। এই মাসের দশম দিনটি সারা বিশ্বের মুসলিমরা পালন করেন। উপবাস ও মসজিদে বিশেষ প্রার্থনার মাধ্যমেই এই দিনটি পালিত হয়। বস্তুত কারবালার যুদ্ধে নবী মহম্মদের নাতি ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী হিসেবে এই দিনটিতে শোক পালিত হয়। এই দিন যে তাজিয়া তৈরি করা হয়, তা হল ইমাম হোসেনের কবরের একটি প্রতিরূপ। নানা আকার এবং প্রকারে এই তাজিয়া নির্মিত হয় মহরমের দিন। তাজিয়া শব্দটি আরবি শব্দ আযা থেকে এসেছে যার অর্থ মৃতদের স্মরণ করা।
মহররমের প্রথম দিন থেকে নবম দিনের মধ্যে যে কোনও দিন কবরের এই প্রতিরূপ অর্থাৎ তাজিয়া বাড়িতে আনা যাবে। এটি দাফন করা হয় বা কবর দেওয়া হয় আশুরার দশম দিনে, যেদিন ইমাম হোসেন প্রয়াত হন। তাজিয়াত মানে মৃত ব্যক্তির প্রতি নিজের সমবেদনা, শ্রদ্ধা ও প্রার্থনা জানানো।
advertisement
advertisement
অন্য অর্থে, তাজিয়া আসলে সেই প্রতীককে যাকে কেন্দ্র করে কারবালার ঘটনাটি আবর্তিত হয়। তাজিয়া আজাখানার ভিতরে স্থাপন করা হয়, যা সাধারণত ইমামবাড়া নামে পরিচিত। এটি আসলে এমন একটি কাঠামো যা বিশেষভাবে মহরমের জন্যই তৈরি করা হয়।
advertisement
মুসলিম সম্প্রদায়ের মানুষ তাজিয়ার সঙ্গে একটি মিছিলও বের করেন, হায় হাসান হায় হুসেন বলে মৃত্যু শোককে পালন করেন। তাজিয়ার আগমন এই শোকের সূচনার লক্ষণ। ইমামবাড়ায় তাজিয়া বসানোর পাশাপাশি ফুল ও আতর দিয়ে আজাখানাও প্রস্তুত করা হয়, এখানে মানুষ শোক জানান।
রঙিন কাগজ, ফুল, আলো এবং আয়না ব্যবহার করে তাজিয়া তৈরি করা হয়। বেশ কিছু জায়গায় তাজিয়া ও বাদ্যযন্ত্র ছাড়াও উট, হাতি, ঘোড়ার মতো পশুদেরও মিছিলে নিয়ে আসা হয়। এই বছর তাজিয়ার মিছিল শুরু হবে আজ, অর্থাৎ ৮ অগাস্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Muharram 2022: মহরমের তাজিয়াতে লুকিয়ে রয়েছে মৃত্যুর ইতিহাস! শোক পালনের প্রস্তুতি বিশ্বজুড়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement