রাজ্যসভায় মৃণাল সেনকে শ্রদ্ধা ! প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানালেন সাংসদরা

Last Updated:
#নয়াদিল্লি: রাজ্যসভায় মৃণাল সেনকে শ্রদ্ধা! প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানালেন সাংসদরা। পাঠ করা হল শোকপ্রস্তাব।
গতকাল বেলা সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন কিংবদন্তী চিত্রপরিচালক মৃণাল সেন। তাঁর দেহ শায়িত তপসিয়ায় ‘পিস ওয়র্ল্ড’-এ। শিকাগো থেকে ছেলের দেশে ফেরার অপেক্ষা। এর পরেই ৯৫ বছরের প্রবীণ চলচ্চিত্রকারের শেষকৃত্য সম্পন্ন হবে।
গত বছর জানুয়ারিতে স্ত্রী গীতা সেনের মৃত্যুর পর থেকেই  একলা হয়ে পড়েছিলেন মৃণাল। তবে মোটের উপরে শরীর সুস্থই ছিল। বয়সজনিত কারণেই মৃত্যু হয়। ৯০ বছরের জন্মদিনের পর থেকে বাড়ির অন্দরেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মৃণাল সেন। অনেক সময় কিছু কথা ভুলে যেতেন। আবার অন্তরঙ্গ কিছু বন্ধুকে পেলে আড্ডায় মেতে উঠতেন। কমবয়সিদের কাছে এখনকার সিনেমার খোঁজখবরও করতেন।
advertisement
advertisement
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বা সরকারি ব্যবস্থাপনায় অন্তিম শ্রদ্ধা পছন্দ ছিল না তাঁর। শোকবার্তায় এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল।’’
জন্মদিনে মৃণালবাবুর জন্য লাল গোলাপ নিয়ে বাড়িতে যেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জন্মদিনে দু’জনের কথাবার্তা, বর্তমান রাজনৈতিক পরিবেশের জন্য তাঁর ‘মনের অশান্তি, অস্বস্তি’র স্মৃতিচারণ করে এ দিন বুদ্ধবাবুর প্রতিক্রিয়া, ‘‘মৃণালদা’র চলে যাওয়ার খবর আমার কাছে নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ। বহু বার কলকাতার রাস্তায় তাঁকে পেয়েছি পায়ে পায়ে মানুষের মিছিলে।’’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভায় মৃণাল সেনকে শ্রদ্ধা ! প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানালেন সাংসদরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement