Mamata Banerjee in Parliament: তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা, দিল্লি সফরের আগেই নতুন দায়িত্বে মমতা!

Last Updated:

Mamata Banerjee in Parliament: তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই দেশে মোদি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#নয়াদিল্লি: দিন কয়েকের মধ্যেই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের সাংসদ। তাঁর সংসদীয় রাজনীতির জ্ঞান অসীম। তাঁর সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। তাই সর্বসম্মতিক্রমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হল।'
অপর সাংসদ সুখেন্দশেখর রায় বলেন, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। সংসদীয় দলের সমস্ত সদস্য মিলে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী যেমন রয়েছেন, তেমনই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্বও তাঁর হাতেই থাকবে।
২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজধানী সফরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন জানিয়েছেন মমতা। ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে। তার আগে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাত্ হবে বাংলার মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, 'প্রধানমন্ত্রী সময় দেবেন বলেছেন। তিনদিনের সফরে দিল্লি যাব। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব। অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও দেখা করব সম্ভব হলে।'
advertisement
advertisement
বস্তুত তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই দেশে মোদি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ২১ জুলাই, তৃণমূল শহিদ দিবসও পালিত হয়েছে অন্যান্য বহু রাজ্যেও। এই পরিস্থিতিতে রাজধানীতে পা রাখছেন মমতা। তার আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে মমতার নাম ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Parliament: তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ঘোষণা, দিল্লি সফরের আগেই নতুন দায়িত্বে মমতা!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement