MP Assembly Election Result 2018: কংগ্রেসকে সমর্থন সপা-বসপার, সরকার গড়ার রাস্তা সাফ রাহুলের
Last Updated:
মায়াবতী এ দিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'কিছু ইস্যুতে আমাদের সঙ্গে কংগ্রেসের মেলে না৷ এটা ঠিক৷ কিন্তু বিজেপি-র উপর দেশের মানুষ বিরক্ত৷ বিশেষ করে দলিতদের প্রতি অবিচার করছে বিজেপি৷ রাজস্থানেও যদি দরকার পড়ে, আমরা কংগ্রেসের সঙ্গে আছি৷'
#ভোপাল: মধ্যপ্রদেশে বিএসপি-র সমর্থন পেয়ে গেল কংগ্রেস৷ বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী জানিয়ে দিলেন, তাঁরা কংগ্রেসকে পূর্ণ সমর্থন করছেন৷ বললেন, 'একসঙ্গে সরকার গড়ব মধ্যপ্রদেশে৷ বিজেপি-কে রুখতেই কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি৷ কারণ, বিজেপি-র উপর মানুষ বিরক্ত৷ ভোটে তার ফল পেয়েছে৷'
Akhilesh Yadav: Samajwadi Party will support Congress in forming the government in Madhya Pradesh (file pic) #MadhyaPradeshElections2018 pic.twitter.com/mOyjHwwfpd
— ANI (@ANI) December 12, 2018
advertisement
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৪টি আসন রয়েছে৷ মায়াবতীর বিএসপি ২টি আসন পেয়েছে৷ সরকার গড়ার জন্য দরকার ১১৬টি আসন৷ সে ক্ষেত্রে মায়াবতীর সমর্থন নিয়ে সরকার গড়ার পথে আর বাধা রইল না কংগ্রেসের৷
advertisement
Meeting of BJP leaders underway at Shivraj Singh Chouhan's residence in Bhopal. Kailash Vijayvargiya, Rakesh Singh, Vinay Sahasrabuddhe and Narendra Singh Tomar present #MadhyaPradeshElections2018 — ANI (@ANI) December 12, 2018
মায়াবতী এ দিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'কিছু ইস্যুতে আমাদের সঙ্গে কংগ্রেসের মেলে না৷ এটা ঠিক৷ কিন্তু বিজেপি-র উপর দেশের মানুষ বিরক্ত৷ বিশেষ করে দলিতদের প্রতি অবিচার করছে বিজেপি৷ রাজস্থানেও যদি দরকার পড়ে, আমরা কংগ্রেসের সঙ্গে আছি৷'
advertisement
মায়াবতীর সমর্থনের কথা ঘোষণা করতেই রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করার আবেদন জানান মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ৷ সূত্রের খবর, কমলনাথকে রাজ্যপাল দুপুর ১২টায় সময় দিয়েছেন রাজভবনে৷
মধ্যপ্রদেশে ২০১৩ সালের থেকে ৫৬টি আসন বেশি৷ বিজেপি-র ঝুলিতে রয়েছে ১০৯টি আসন৷ ঘটনাবহুল মধ্যরাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে সরকার সগড়তে চেয়ে চিঠি আগেই পাঠান মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথ৷ যদিও রাজভবন থেকে জানানো হয়, অফিসিয়াল রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতেই হবে কংগ্রেসকে৷ এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপি-ও৷
advertisement
ইভিএম যুগে এত দীর্ঘ গণনা প্রক্রিয়া এর আগে দেখেনি ভারত৷ সারা রাত ধরে চলেছে গণনা৷ ম্যাজিক ফিগার থেকে ২টি আসন কম ছিল কংগ্রেসের৷ ছোট দলগুলির ঝুলিতে ৭টি আসন৷ রাতেই বিএসপি ইঙ্গিত দেয়, তাদের সমর্থন কংগ্রেসের দিকে রয়েছে৷ তাই মধ্যপ্রদেশে সরকার গড়ার তোড়জোড় শুরু করে দেয় রাহুল গান্ধির দল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2018 11:10 AM IST