মৃত ছেলের হাত ধরেই মৃত্যুর কোলে মা ! বন্যাবিধস্ত কেরলে উদ্ধার এমনই মৃতদেহ
Last Updated:
ক্রমেই বেড়ে চলেছে কেরলের বন্যায় মৃত সংখ্যা ৷ বন্যার জেরে একের পর এক বাড়ি ভাঙছে, একের পর রাস্তায় ভেঙে চুরমার৷ গ্রামের পর গ্রাম জলে ভেসেছে
#কেরল: ক্রমেই বেড়ে চলেছে কেরলের বন্যায় মৃত সংখ্যা ৷ বন্যার জেরে একের পর এক বাড়ি ভাঙছে, একের পর রাস্তায় ভেঙে চুরমার৷ গ্রামের পর গ্রাম জলে ভেসেছে ৷ যারা কপালের জোরে বেঁচে আছেন, তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন ত্রাণ শিবিরে ৷ তবে এক মা ও তাঁর ছোট্ট সন্তানের প্রাণ নিয়ে এল এই দুর্বিসহ বন্যা ৷
কেরলের মালাপ্পুরম এলাকা থেকে সম্প্রতি উদ্ধার হল দুটি মৃতদেহ ৷ যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন উদ্ধারকারী দল ৷ কীভাবে মৃতুর পর এক সঙ্গে রয়েছেন মা ও সন্তান ! উদ্ধারকারীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যখন মৃতদেহ উদ্ধার হয় তখন মা তাঁর সন্তানের হাত ধরে রয়েছেন ৷ তখনই ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের বলে অনুমান, তাই ওই হাত ধরা অবস্থাতেই উদ্ধার হয় মা ও সন্তানের মৃতদেহ ৷ শিশুটির বয়স দেড় বছর !
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার হয়েছে কোট্টাকুক্কুনু-র এলাকা থেকে ৷ যেখানে বন্যার জেরে প্রচুর বাড়ি ধসে পড়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2019 2:09 PM IST