Most Unsafe City For Women: মহিলাদের জন্য দেশের সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি! এক বছরে বেড়েছে ৪০% অপরাধ

Last Updated:

Delhi Most Unsafe City For Women: দিল্লিতে ২০২১ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ১৩,৮৯২টি ঘটনাও রেকর্ড করা হয়েছে যা ২০২০ সালের তুলনায় ৪০ শতাংশেরও বেশি।

Most Unsafe City
Most Unsafe City
#নয়াদিল্লি: গত বছর জাতীয় রাজধানী দিল্লিতে প্রতিদিন দু’জন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছেন। সারা দেশে মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ মেট্রোপলিটন শহর রাজধানী দিল্লিই। এনসিআরবির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে ২০২১ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ১৩,৮৯২টি ঘটনাও রেকর্ড করা হয়েছে যা ২০২০ সালের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। ২০২০ সালে এ জাতীয় অপরাধের সংখ্যা ছিল ৯,৭৮২।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী, দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ঘটনাগুলি দেশের ১৯ টি মেট্রোপলিটন শহরে ঘটা মোট অপরাধের ৩২.২০ শতাংশ।
advertisement
দিল্লির পরে রয়েছে দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই। মহিলাদের সঙ্গে হওয়া এই ধরনের অপরাধের সংখ্যা সেখানে ৫,৫৪৩ টি। বেঙ্গালুরুতে এই ধরনের দায়ের হওয়া মামলার সংখ্যা ৩,১২৭ টি।
advertisement
১৯ টি শহরের মোট অপরাধের ১২.৭৬ শতাংশ ঘটেছে মুম্বইতে এবং বেঙ্গালুরুতে ঘটেছে ৭.২ শতাংশ। ২০২১ সালে জাতীয় রাজধানী দিল্লিতে অপহরণ (৩৯৪৮), স্বামীদের নিষ্ঠুর নির্যাতন (৪৬৭৪) এবং নাবালিকা ধর্ষণ (৮৩৩) সম্পর্কিত বিভাগগুলিতে মহিলাদের বিরুদ্ধে সর্বাধিক সংখ্যার অপরাধ ঘটেছে অন্যান্য মেট্রোপলিটন শহরের তুলনায়। ২০২১ সালে দিল্লিতে প্রতিদিন গড়ে দুই জন মেয়ে ধর্ষণের শিকার হয়। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে ১৩,৯৮২টি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। ১৯ টি মেট্রোপলিটন শহরে মোট অপরাধের সংখ্যা ছিল ৪৩,৪১৪ টি।
advertisement
রাজধানী শহরে ২০২১ সালে পণের জন্য মৃত্যুর ১৩৬ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরে এই নির্মম কারণে হওয়া মোট মৃত্যুর ৩৬.২৬ শতাংশ হয়েছে দিল্লিতেই। সমস্ত মেট্রোপলিটন শহরে মোট ৮,৬৬৪ টি অপরাধের মধ্যে ৩,৯৪৮ টি নারী অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে দিল্লিতে।
advertisement
দিল্লিতে গত বছর মহিলাদের শ্লীলতাহানির ২,০২২ টি ঘটনাও রিপোর্ট করা হয়েছে। ২০২১ সালে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে ১,৩৫৭ টি মামলা দায়ের হয়েছিল (শুধুমাত্র শিশুকন্যাদের ক্ষেত্রে), জানিয়েছে এনসিআরবি। তথ্য অনুযায়ী, ২০২১ সালে মেট্রোপলিটন শহরগুলির মধ্যে সর্বাধিক ৮৩৩ টি কন্যাশিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Most Unsafe City For Women: মহিলাদের জন্য দেশের সবচেয়ে অনিরাপদ শহর দিল্লি! এক বছরে বেড়েছে ৪০% অপরাধ
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement