Mother Leaves Baby in Refrigerator: ১৫ দিনের ছেলেকে ফ্রিজে রেখে ঘুমোতে গেলেন মা, শিউরে উঠল মোরাদাবাদ! রোগ ধরলেন চিকিৎসক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন তিনি ছেলেকে ফ্রিজে রেখে এলেন, ওই তরুণীর কাছে তা জানতে চান পরিবারের সদস্যরা৷
১৫ দিনের শিশুসন্তানকে ফ্রিজের ভিতরে রেখে ঘুমোতে চলে গেলেন মা! শেষ পর্যন্ত অবশ্য বরাতজোরে রক্ষা পেয়েছে সদ্যোজাত ওই শিশুপুত্র৷ নাতির কান্নার আওয়াজে ফ্রিজের দরজা খুলে তাকে উদ্ধার করেন শিশুটির ঠাকুমা৷
চমকে দেওয়ার মতো এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে৷ পরে জানা যায়, ওই শিশুটির মা ২৩ বছর বয়সি তরুণী প্রসব পরবর্তী মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন৷
মোরাবাদের জব্বর কলোনিতে নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন ওই তরুণী৷ গত ৫ সেপ্টেম্বর দুপুরবেলা শিশুটি কান্নাকাটি করতে শুরু করে৷ তখন তাঁকে সামলাতে না পেরে একরত্তি ছেলেকে নিয়ে রান্নাঘরে চলে যান ওই তরুণী৷ এর পর ফ্রিজের ভিতরে শিশুটিকে রেখে ঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি৷
advertisement
advertisement
ফ্রিজের ভিতর থেকেই শিশুটি প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করে৷ শিশুটির কান্নার শব্দে তাঁর ঠাকুমার ঘুম ভেঙে যায়৷ দ্রুত তিনি গিয়ে শিশুটিকে ফ্রিজের ভিতর থেকে বের করেন ওই বৃদ্ধা৷ পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান৷ চিকিৎসক অবশ্য জানিয়ে দেন, শিশুটির কোনও ক্ষতি হয়নি৷
কেন তিনি ছেলেকে ফ্রিজে রেখে এলেন, ওই তরুণীর কাছে তা জানতে চান পরিবারের সদস্যরা৷ তখন শান্ত ভাবে ওই তরুণী জানান, ‘ছেলে কিছুতেই ঘুমোচ্ছিল না৷ তাই ওকে আমি ফ্রিজের ভিতরে রেখে এসেছিলাম৷’ এরকম ঘটনার পরেও মা হয়ে এতটা নির্লিপ্ত ভাবে উত্তর দেওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের৷ প্রথমে তাঁরা ভেবেছিলেন, ওই তরুণীকে হয়তো কোনও অশুভ শক্তি ভর করেছে৷ পরের দিন তাঁকে এক তান্ত্রিকের কাছেও নিয়ে যান পরিবারের সদস্যরা৷ কিন্তু তার পরেও ওই তরুণীর আচরণে কোনও পরিবর্তন না আসায় এক আত্মীয়ের পরামর্শেই ওই তরুণীকে একজন মনরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়৷
advertisement
ওই তরুণীকে পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তিনি প্রসব পরবর্তী মানসিক সমস্যা বা পোস্টপারটাম সাইকোসিসে আক্রান্ত৷ যা সন্তান প্রসবের পর অনেক মায়ের মধ্যেই দেখা দেয়৷
চিকিৎসকরা জানাচ্ছেন, এই সমস্যায় আক্রান্ত হলে সন্তান প্রসবের পর অনেক মহিলাই কাল্পনিক পরিস্থিতির শিকার হন৷ কারও কারও মনে বাচ্চা অনর্গল কেঁদেই চলেছে৷ অনেক মায়ের আবার মেজাজ খিটখিটে হয়ে যায়৷ অল্পতেই রেগে যান তাঁরা৷ সাধারণত এই সমস্যা দু সপ্তাহের মধ্যেই কাটিয়ে ওঠেন মহিলারা৷ কিন্তু কিছু ক্ষেত্রে এই সমস্যা থেকে যায়৷ যা অবসাদে পরিণত হয়৷ যার ফলে একটানা মন খারাপ, উদ্বেগ এমন কি সদ্যোজাতের প্রতি নিরুৎসাহও দেখা দেয় মায়েদের মধ্যে৷
advertisement
আর কয়েকটি ক্ষেত্রে পরিণতি মোরাদাবাদের এই তরুণী মায়ের মতো হয়৷ যখন বাস্তবে কী ঘটছে, সেই বোধটুকুও থাকে না মায়েদের মধ্যে৷ যার ফলে মা এবং শিশু, দু জনের জীবন সংশয় হওয়ার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 6:19 PM IST