গোয়ায় দেশের প্রথম বৈধ সেক্স টয়ের দোকান খোলার ১ মাসের মধ্যে তা বন্ধ করল স্থানীয় পঞ্চায়েত!

Last Updated:

এখনও যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা করে না আমাদের সমাজ ৷ এই সমাজের যথেষ্ট প্রাপ্তবয়ষ্ক হতে আর কতদিন সময় লাগবে?

News18
News18
#গোয়া: ভ্যালেন্টাইন’স ডে’র দিনই গোয়ায় খুলেছিল দেশের প্রথম বৈধ সেক্সটয়ের দোকান । কিন্তু চালু হওয়ার মাস খানেকের মধ্যেই তা বন্ধ করতে বাধ্য হল দোকান কর্তৃপক্ষ । জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের প্রবল আপত্তিতেই ওই দোকান বন্ধ হয়ে গিয়েছে ।
গোয়ার কালাঙ্গুট এলাকা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র । দেশি-বিদেশি পর্যটকরা সারা বছর ভিড় জমান গোয়ার এই ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলিতে । সেখানেই খুলেছিল এই সেক্স টয়ের দোকানটি । এটিই ছিল দেশের প্রথম বৈধ সেক্স টয়ের দোকান । কিন্তু পঞ্চায়েতের অভিযোগ, বৈধ নথি ছাড়াই ওই দোকান চালু হয়েছিল । কোনও লাইসেন্স ছিল না ওই দোকানের ।
advertisement
পাশাপাশি, পঞ্চায়েত প্রধান জানিয়েছেন ওই এলাকার বহু বাসিন্দাই নাকি মৌখিকভাবে ওই দোকানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন । অবৈধ ভাবে ‘নোংরা’ কাজকর্ম চলছে বলে অনেকে নাকি অভিযোগ করেছেন । এরপরেই গত বুধবার পঞ্চায়েতের কর্মীরা গিয়ে ওি দোকান বন্ধ করে দেয় ।
advertisement
কামা গিজমোজ নামের গোয়ার ওই দোকানটি ‘কামাকার্ট’ এবং মুম্বইয়ের ‘গিজমোজওয়ালা’-এর জয়েন্ট ভেঞ্চার । গোয়া ছাড়াও দক্ষিণ ভারতের আরও ১০টি জায়গায় এ রকম দোকান খোলার কথা তাঁদের । ‘কামাকার্ট’-এর সিইও গণেশন জানালেন, স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত তাঁদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছেন দোকানটি বন্ধ করে দেওয়ার জন্য । তাঁদের লাইসেন্স এখনও হাতে আসেনি, তবে এটি তৈরির কাজ চলছে । আর কয়েকদিনের মধ্যেই তাঁরা লাইসেন্স পেয়ে যাবেন । পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে এখন কিছুদিন দোকান বন্ধ রাখতে ।
advertisement
গণেশন আরএ জানালেন, তাঁদের এই দোকান সম্পূর্ণভাবে একটি ওষুধের দোকানের কায়দায় তৈরি হয়েছে । কোনও রকম নগ্নতা বা অশালীন কিছু নেই এর অন্দরসজ্জায় । যাতে মানুষ এই দোকানে এসে কিছু কিনতে অস্বস্তিবোধ না করেন । তিনি বলেন, তাঁরা সম্পূর্ণভাবে বৈধ জিনিসপত্রই বিক্রি করছেন । কোনও আইনের অমর্যাদা করেননি তাঁরা । যৌন তৃপ্তি আর সুরক্ষা বিষয়ক জিনিস তাঁরা বিক্রি করেন । যা সম্পূর্ণভাবে চিকিৎসকদের পরামর্শ মতো তৈরি করা হয়েছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোয়ায় দেশের প্রথম বৈধ সেক্স টয়ের দোকান খোলার ১ মাসের মধ্যে তা বন্ধ করল স্থানীয় পঞ্চায়েত!
Next Article
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE