Monsoon 2023: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১, উত্তরাখণ্ডে ১৩ জেলায় জারি কমলা সতর্কতা

Last Updated:

২৬ জুন হিমাচলে বর্ষা আসে। State Emergency Response Centre-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বৃষ্টির তাণ্ডবলীলায় ১০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৬৬৭টি বাড়ি জলের তোড়ে সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে, ১২৬৪ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত

হিমাচল প্রদেশ:  সোমবার মেঘাভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কুলু জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৩ জন। ডিএসপি রাজেশ ঠাকুর সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘‘কুলুর কাইস এব‌ং নিয়োলি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ১জনের মৃত্যু হয়েছে। আহত তিন জন। ন’টি গাড়ি ভেঙে গিয়েছে।’’
১৫ জুলাই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুখু জানান, চলতি মরশুমে অতিভারী বৃষ্টির কারণে রাজ্যে ৮ হাজার কোটির ক্ষতি হয়েছে। ধ্বস, হরপা বাণে ভেসে গিয়েছে একের পর এক রাস্তা, ভেঙে গিয়েছে একাধিক সড়ক। বিপর্যস্ত হিমাচল। ১৪ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ State Disaster Response (SDRF) ফান্ড থেকে ১৮০ কোটি টাকা আগাম ত্রাণ মঞ্জুর করেছেন। ২৬ জুন হিমাচলে বর্ষা আসে। State Emergency Response Centre-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বৃষ্টির তাণ্ডবলীলায় ১০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৬৬৭টি বাড়ি জলের তোড়ে সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে, ১২৬৪ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত।
advertisement
বৃষ্টিতে এখনও বিপর্যস্ত উত্তরাখণ্ড। ধ্বসে বন্ধ বহু রাস্তা। দেবপ্রয়াগে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা। অলকানন্দা নদীর উপর তৈরি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সে কারণে হরিদ্বারেও জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মৌসম ভবন জানিয়েছে, গঙ্গার জল বিপদসীমা ছাড়িয়েছে। উপকূলবর্তী শহরগুলিতে জল ঢুকছে। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরাখণ্ডের ১৩টি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। আগামী পাঁচদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এদিকে অতিবৃষ্টি ও ধসের কারণে বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। উত্তরাখণ্ডের চামোলি জেলার ছিঁকাও এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, দিল্লির পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। যমুনার জল আগের তুলনায় আবার সামান্য বৃদ্ধি পেলেও এখন বিপদসীমার নীচ দিয়ে বয়ে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Monsoon 2023: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১, উত্তরাখণ্ডে ১৩ জেলায় জারি কমলা সতর্কতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement