Uttar Pradesh Assembly Election: ভোটের ময়দানে হনুমানের উপদ্রব! সিসিটিভি নষ্ট করল বাঁদরের দল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh Assembly Election: ঘরে মোট ৫২টি নতুন ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার প্রতিটির দাম ২৫০০ টাকা। এমন অন্তত ৩৪টি ক্যামেরা বাঁদর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুরু হয়ে গিয়েছে ২০২২ এর মহারণ (Uttar Pradesh Assembly Election)। রাজনৈতিক উত্তাপ চরমে। কিন্তু এরই মাঝে ভোটের ময়দানে সর্বাধিক উত্তপ্ত যে রাজ্য় সেখানেই এক অদ্ভুত কাণ্ড। প্রথমে মনে হয়েছিল বিরোধীদের চক্রান্ত, পরে জানা গেল, কালপ্রিট আসলে বাঁদর। ভোটের মুখে (Uttar Pradesh Assembly Election) বাঁদরের হাতে ক্য়ামেরা ধ্বংস!
advertisement
advertisement
উত্তরপ্রদেশের পিলিভিতে নির্বাচনী আধিকারিক এবং নিরাপত্তা রক্ষীরা হতবাক হয়ে গিয়েছিলেন আচমকা। এমনিতেই যোগীরাজ্য়ে হাওয়াগরম। তার মধ্য়ে ৩৪টি নতুন ইনস্টল করা সিসিটিভি (CCTV) ক্যামেরা ক্ষতিগ্রস্থ হয়ে যাওয়া, এ তো আর সোজা কথা নয়। প্রাথমিকভাবে, কর্তৃপক্ষ ভেবেছিল এটি একটি কোনও একটি রাজনৈতিক দলের চক্রান্ত। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো উচিত বলেই মনে করেছিল। কিন্তু পরে জানা গেল এপিএমসি কমপ্লেক্সে স্থাপন করা ইভিএম এবং ভিভিপ্য়াট (EVMs and VVPAT machines) মেশিনগুলি কোনও বিরোধী দলের লোক নষ্ট করেনি। তাহলে করল টা কে?
advertisement
প্রাথমিক তদন্তের পরে বুঝতে পারা যায়, হনুমান বা বাঁদরের একটি দল দ্বারা সরঞ্জামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএস গৌতম (Additional district magistrate RS Gautam) জানিয়ছেন, ঘরে মোট ৫২টি নতুন ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার প্রতিটির দাম ২৫০০ টাকা। এমন অন্তত ৩৪টি ক্যামেরা বাঁদর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
আপাতত পশুদের উপর নজর রাখতে বন দফতর ৯ জন সদস্যের তিনটি দল মোতায়েন করেছে। এ পর্যন্ত ৭টি বাঁদর ধরা পড়েছে। প্রায় ২৫ জন নিরাপত্তা কর্মীও সর্বক্ষণ পাহারায় রয়েছেন। ইভিএম এবং ভিভিপ্য়াটগুলি একটি পৃথক ঘরে তালাবদ্ধ এবং নিরাপদ রয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
উত্তর প্রদেশে (Uttar Pradesh Assembly Election) দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরে ছিল সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বরৈলি ও শাহজাহানপুর। তারপরে এই ক্ষতি তে কিছুটা হলেও মাথায় হাত তো পড়েই ছে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 11:53 AM IST