Bangla News: আগামী ২২ তারিখ চার পুরনিগমের মেয়র হিসাবে শপথ গ্রহণ হতে পারে

Last Updated:

তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ঘোষণা হতে পারে মেয়র-সহ বাকি পদাধিকারীদের নাম। 

তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস
আবীর ঘোষাল, কলকাতা: আজ, শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানেই ঘোষণা হতে পারে তিন পুর নিগমের মেয়র কে হবেন (Bangla News)।
আগামী ২২ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন চার পুরসভার মেয়ররা। নগরোন্নয়ন দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই মেয়র পদের শপথের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। যেদিন মেয়র পদে শপথগ্রহণ হবে, ওইদিনই নবনির্বাচিত জনপ্রতিনিধিরাও শপথ নেবেন। মেয়র পদে কারা আসীন হচ্ছেন তা জানা যেতে পারে আজ, শুক্রবার বিকেলেই। গত ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভায় ভোট হয়। ১৪ ফেব্রুয়ারি হয় ভোট গণনা।
advertisement
advertisement
ফলাফলে সবক’টি পুরসভায় নিরঙ্কুশ প্রাধান্য রেখে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। শিলিগুড়ি পুরসভাএই প্রথম এককভাবে দখল করল রাজ্যের শাসকদল। তাই শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সোমবার চার পুরভোটের ফল ঘোষণা হতেই একথা ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বিধাননগর, আসানসোল ও চন্দননগরে মেয়র কারা হচ্ছেন তা আজ জানিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত, আজকের জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকার কথা গৌতম দেবের। বাকি তিন পুরসভার মেয়র কে হবেন তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে।
advertisement
রাজনৈতিক মহলে যে সব নাম নিয়ে চর্চা চলছে তা হল,আসানসোল সম্ভাব্য নাম হল কুলটির উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাম আছে আলোচনায়। তপন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সবাইকে নিয়ে চলার ক্ষমতা রাখেন। মলয় ঘটকের বন্ধু সমস্ত পক্ষের লোক জনের সঙ্গেও যোগাযোগ রাখেন। অমর নাথ চট্টোপাধ্যায়, বিদায়ী মেয়রের নামও আছে । অভিজিৎ ঘটক, মলয় ঘটকের ভাই। তার নামও আলোচনায় উঠে আসছে।
advertisement
বিধান নগরের সম্ভাব্য নাম যা নিয়ে আলোচনা হচ্ছে তা হল, বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত। বাকি দায়িত্বে অনীতা মন্ডল ও দেবরাজ চক্রবর্তীর নাম ভাসছে । অন্যদিকে হুগলি নদীর তীরে চন্দননগর। সেখানে রাম চক্রবর্তীর নাম সম্ভাব্য মেয়র হিসাবে উঠে আসছে। প্রাক্তন মেয়র ছিলেন। এ ছাড়া শুভজিৎ সাউ, প্রাক্তন বিধায়ক অশোক সাউ-এর ছেলে। পার্থ সারথি দত্ত, অনিমেষ বন্দ্যোপাধ্যায়দের নাম ভেসে বেড়াচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: আগামী ২২ তারিখ চার পুরনিগমের মেয়র হিসাবে শপথ গ্রহণ হতে পারে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement