Monkey Pox In India: শেষ রক্ষা হল না! ভারতে ঢুকেই পড়ল ভয়ঙ্কর মাঙ্কি পক্স, কেরলে বিদেশ-ফেরত ব্যক্তির রিপোর্ট পজিটিভ

Last Updated:

বৃহস্পতিবার কেরলের মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে

#কেরল: শেষ রক্ষা হল না! ভারতে ঢুকেই পড়ল মাঙ্কি পক্স। বৃহস্পতিবার সন্ধেবেলা কেরলের মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। এদিন সকালে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ফেরা বছর ৩৫-এর ওই ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের লক্ষণ দেখা গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট-ই এবার পজিটিভ এল। হাসপাতাল সূত্রে জানা যায়, মাঙ্কি পক্স-এ আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
জানা গিয়েছে, তিন দিন আগে আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছেন। বিদেশে তিনি মাঙ্কি পক্স সংক্রমিত রোগীর সংস্পর্শে এসেছিলেন বলেও জানা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-র মতে, মাঙ্কি পক্স সংক্রামক রোগ। এটি মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এর লক্ষণগুলি গুটিবসন্তের রোগীদের মতোই। সারা বিশ্বে এখন প্রায় ৬০০০ মানুষ মাঙ্কি পক্স-এ আক্রান্ত। আফ্রিকার কিছু অংশে এই ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
মাঙ্কিপক্সে সংক্রমণের বেশিরভাগ ঘটনাই ইউরোপ এবং আফ্রিকায় । মাঙ্কিপক্সের ৮০ শতাংশ সংক্রমণের ঘটনা ইউরোপে। সেই কারণে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হু জানিয়েছে, এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি। ১৮ জুলাই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকে মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকানোয় কী কী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে, সেই বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Monkey Pox In India: শেষ রক্ষা হল না! ভারতে ঢুকেই পড়ল ভয়ঙ্কর মাঙ্কি পক্স, কেরলে বিদেশ-ফেরত ব্যক্তির রিপোর্ট পজিটিভ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement