‘বাবা বলতেন তাঁর দুই ছেলে টুটু আর অঞ্জন’ - অঞ্জন মিত্রের প্রয়াণে আবেগপ্রবণ শোকবার্তা টুটু বসু

Last Updated:

আবেগতাড়িত মোহনবাগানের স্বপন সাধন বসু

#কলকাতা: তিনি অন্যরকম , তাঁর কথা বলার ধরণ অন্যরকম, তিনি স্বপনসাধন বসু বা টুটু বসু ৷ মোহনবাগানে এই মুহূর্তে সচিব পদে তিনিই দায়িত্বে ৷ তিনি দীর্ঘদিন প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ৷ তবে অঞ্জন মিত্রের দীর্ঘ অসুস্থতার পর শেষ নির্বাচনে যখন সচিব পদে তিনি জয়ী আসেন তখন দু‘পক্ষের মধ্যের তিক্ততা নিঃসন্দেহে বেড়েছিল ৷ কিন্তু পেশাদারিত্বের লড়াইয়ের বাইরের বন্ধুতা যে একইরকম অটুট ছিল তা আরও একবার প্রমাণিত হল অঞ্জন মিত্রের প্রয়ানে ৷
অঞ্জন মিত্রের প্রয়াণে স্বপনসাধন বসুর আবেগমথিত শোকবার্তা বুঝিয়ে দিল যে কতটা দুঃখ  পেয়েছেন তিনি৷ বন্ধু নয় অঞ্জন মিত্রকে নিজের ভাই ভাবতেন বলে জানিয়েছেন টুটু বসু ৷ পাশাপাশি তিনি লিখেছেন এই সকাল এখনও অবধি তাঁর জীবনের সবচেয়ে দুঃখের সকাল ৷ তাঁর আর কোনও ভাই-বোন নেই তাই অঞ্জন আর টুটু কে দুই ছেলে মনে করতেন টুটু বসুর বাবা ৷ তিনি আরও লিখেছেন অঞ্জনের সাফল্যের পিছনে রয়েছেন টুটু, আর টুটুর সাফল্যের পিছনে অঞ্জন৷ শেষ লাইনে লিখেছেন যেখানেই থাকিস ভালো থাকিস ৷
advertisement
824d1ffa-2c20-40f7-90b6-2020a47b9af1
advertisement
এদিকে এর আগে অঞ্জন মিত্রের প্রয়াণের পর নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবাশিস দত্ত অকপটভাবে জানান, ‘‘ বাবা -মায়ের পরে আমার জীবনে যাঁর সবচেয়ে বেশি প্রভাব তিনি অঞ্জন মিত্র ৷ আমি মাত্র ২৪ বছর যখন তখন ওনার সঙ্গে আলাপ আর আজ ৫০ ৷ ’’
advertisement
একইসঙ্গে সচিব ও কোষাধ্যক্ষ জুটিতে মোহনবাগানে সাফল্যের সঙ্গে প্রশাসন সামলেছেন দীর্ঘদিন ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘ অঞ্জন দা চিরকাল বেঁচে থাকবেন নিজের কাজের মধ্যে দিয়ে ৷ যেভাবে তিনি মোহনাবাগানের প্রশাসকের পদে ২৫ বছর ছিলেন আমি নিকট অতীতে কাউকে দেখছি না যে এতদিন ধরে দায়িত্ব সামলোচ্ছে ৷ ’’
advertisement
২৬ বছরের সম্পর্ক আজ শেষ তার আগে গোটা রাতভর দারুণ ব্যস্ততা কেটেছে ৷ শনিবার নিজের বাসভবনে যাওয়ার পর মোহনবাগান ক্লাব তাঁবুতে শায়িত থাকবে অঞ্জন মিত্রের দেহ ৷
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘বাবা বলতেন তাঁর দুই ছেলে টুটু আর অঞ্জন’ - অঞ্জন মিত্রের প্রয়াণে আবেগপ্রবণ শোকবার্তা টুটু বসু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement