Mohan Bhagwat: 'হাম দো, হামারে তিন', প্রতি পরিবারে তিন সন্তান নীতি! ভারতীয় দম্পতিদের পরামর্শ মোহন ভাগবতের

Last Updated:

Mohan Bhagwat: এর আগেও তিন সন্তান নীতির হয়ে সওয়াল করেছিলেন মোহন ভাগবত।

কী বললেন মোহন ভাগবত?
কী বললেন মোহন ভাগবত?
নয়াদিল্লি: জনসংখ্যার নিরিখে ইতিমধ্যেই বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। এই পরিস্থিতিতে এবার তিন সন্তানের পক্ষে সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ‘আরএসএসের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক তিন দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মোহন ভাগবত বলেন, জনসংখ্যা নিয়ে ভারতের নীতি ২.১ সন্তান। এর অর্থ একটি পরিবারে তিন সন্তান। দেশের প্রতিটি নাগরিকের উচিত এটা দেখা যে, তাদের পরিবারে যেন তিনটি সন্তান থাকে
advertisement
প্রসঙ্গত, এর আগেও তিন সন্তান নীতির হয়ে সওয়াল করেছিলেন মোহন ভাগবত। তিনি বলেছিলেন, আধুনিক জনসংখ্যা শাস্ত্র বলে যখন কোনও সমাজের জনসংখ্যার হার ২.১ শতাংশের নিচে নেমে যায়, তখন সেই সমাজ ধংসের মুখে পতিত হয়। তাকে কেউ মারবে না, বরং কোনও সংকটজনক পরিস্থিতি তৈরি হলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। বিশ্বে এর উদাহরণ বহু রয়েছে। ফলে জনসংখ্যা ২.১-এর নিচে নামা কোনওভাবেই উচিৎ নয়।” ভাগবতের সংযোজন ছিল, যে কোনও সমাজের জনসংখ্যা ২.১-এর নিচে নামা উচিনয়ফলে যদি ২.১-এই হার বজায় রাখতে হয় সেক্ষেত্রে দুই-এর অধিক সন্তানের জন্ম দেওয়া আবশ্যকএটাই বলছে জনসংখ্যা বিজ্ঞান
advertisement
advertisement
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতআজ এই অনুষ্ঠানের তৃতীয় দিন
advertisement
বক্তৃতা প্রথম দিনে, আরএসএস প্রধান মোহন ভাগবত ভারতের ভবিষ্যসম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি এবং দেশ গঠনেস্বয়ংসেবকদেরভূমিকা সম্পর্কে আলোচনা করেনঅনুষ্ঠানের তৃতীয় দিনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেনবিরোধীদের লাগাতার অভিযোগ, BJP সরকারে টিকে থাকার জন্য হিন্দু আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে চলেছে নিরন্তর। সেই প্রেক্ষিতে মোহন ভাগবতের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, হিন্দুরাষ্ট্র শব্দটির সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই।’
advertisement
বৃহস্পতিবার আরএসএস-বিজেপি প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “কোথাও সংঘাত নেই, কিন্তু সকল বিষয়ে একই পৃষ্ঠায় থাকা সম্ভব নয়। আমরা সবসময় একে অপরের উপর বিশ্বাস করে চলি। আমি ‘শাখা’ পরিচালনায় বিশেষজ্ঞ, বিজেপি সরকার পরিচালনায় বিশেষজ্ঞ; আমরা কেবল একে অপরকে পরামর্শ দিতে পারি।”
advertisement
মোহন ভাগবত আরও বলেন, “প্রত্যেক সরকারের সঙ্গেই আমাদের ভাল সমন্বয় রয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের সঙ্গেই। কিন্তু এমন কিছু ব্যবস্থা আছে, যার কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। সাধারণভাবে, ব্রিটিশরা যাতে শাসন করতে পারে তার জন্যই এই ব্যবস্থাটি উদ্ভাবন করা হয়েছিল। তাই, আমাদের আলাদা কিছু উদ্ভাবন করতে হবে।” তাঁর সংযোজন, “আমরা চাই কিছু ঘটুক। এমনকি যদি চেয়ারে বসা মানুষটি আমাদের জন্য ১০০% হয়, তবুও তাকে তা করতে হবে এবং তিনি জানবেন বাধাগুলি কী। সে তা করতে পারে বা নাও পারে। আমাদের তাকে সেই স্বাধীনতা দিতে হবে। আমাদের কোথাও কোনও সংঘাত নেই।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mohan Bhagwat: 'হাম দো, হামারে তিন', প্রতি পরিবারে তিন সন্তান নীতি! ভারতীয় দম্পতিদের পরামর্শ মোহন ভাগবতের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement