Mohammed Zubair Arrest: বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন মহম্মদ জুবের, আদালতের নির্দেশ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Mohammed Zubair Arrest: আপাতত পরবর্তী চার দিন বিচারবিভাগীয় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হবে তাঁকে।
#নয়াদিল্লি: গ্রেফতারির পর মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছিল অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁরই বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল আদালত। আপাতত পরবর্তী চার দিন বিচারবিভাগীয় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হবে তাঁকে। চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট স্নিগ্ধ সারভারিয়া মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন।
ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিংসায উস্কানি দেওয়ার অভিযোগে সোমবার গ্রেফতার করা হয় মহম্মদ জুবেরকে। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের সময় একটি ঘটনাকে উল্লেখ করে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও জুবের তাঁর বিরুদ্ধে সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অল্ট নিউজের অপর প্রতিষ্ঠাতা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2022 8:14 PM IST