গ্রেফতার হওয়া মহম্মদ জুবের নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায়, সঙ্গী প্রতীক

Last Updated:

এই তালিকায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷ রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে তিনি ক্রমাগত লড়াই করে চলেছে শান্তির জন্য

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: ফ্যাক্ট চেকার সংস্থা অল্ট নিউজের দুই প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের ও প্রতীক সিনহা রয়েছেন নোবেল শান্তি পুরস্কারের লড়াইয়ে৷ টাইম পত্রিকার খবর অনুসারে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে৷ টাইম প্রকাশনা সংস্থার খবর অনুসারে অল্ট নিউজের দুই প্রতিষ্ঠাতা লড়াইয়ে রয়েছেন তা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে ওই পত্রিকায় প্রকাশিত তালিকায়৷ সেখানে বলা হয়েছে, হেট স্পিচ ও ফেক নিউজের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করার জন্য এঁদের মনোনিত করা হয়ে৷
উল্লেযোগ্য ভাবে এই তালিকায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷ রাশিয়া ইউক্রেম আক্রমণ করার পর থেকে তিনি ক্রমাগত লড়াই করে চলেছে শান্তির জন্য৷ সেই লড়াইয়ের স্বীকৃতি দেওয়া হতে পারে তাঁকে৷ এ ছাড়া বেলারুশের বিরোধী রাজনৈতিক দলের নেত্রী Sviatlana Tsikhanouskaya রয়েছেন তালিকায়৷ রয়েছেন পরিবেশ আন্দোলনের পুরোধা গ্রেটা থানবার্গের মতো মানুষেরা৷ সাংগঠনিক দিক থেকে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রপুঞ্জের রিফিউজি এজেন্সিও৷ কিন্তু এদের মধ্যে জুবেরই একমাত্র ভারতীয় প্রতিনিধি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দুঃখ হয়...' অষ্টমীর সন্ধ্যারতি শেষে কার কথা মনে পড়ল? মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
এই বছর জুন মাসে মহম্মদ জুবেরকে গ্রেফতার করা হয় তাঁর ২০১৮ সালের একটি ট্যুইটের জন্য৷ ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর-ও জমা পড়ে৷ তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ অভিযোগ করে, তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরির চেষ্টা করছেন৷ তাঁর গ্রেফতারির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিন্দা শুরু হয়৷ আমেরিকার কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্টের পক্ষ থেকে সরাসরি বিবৃতি দেওয়া হয় ও সংবাদপত্রের স্বাধীনতা ভারতে বিপন্ন বলে অভিযোগ তোলা হয়৷ এর পর তিহার জেল থেকে প্রায় ১ মাসের কারাবাসের পর জামিনে মুক্তি হন জুবের৷ এ বারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন ২৫১ জন ব্যক্তি ও ৯২টি সংগঠন৷ সেখান থেকেই প্রাপকের নাম বেছে নেওয়া হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতার হওয়া মহম্মদ জুবের নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায়, সঙ্গী প্রতীক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement