গ্রেফতার হওয়া মহম্মদ জুবের নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায়, সঙ্গী প্রতীক

Last Updated:

এই তালিকায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷ রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে তিনি ক্রমাগত লড়াই করে চলেছে শান্তির জন্য

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: ফ্যাক্ট চেকার সংস্থা অল্ট নিউজের দুই প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের ও প্রতীক সিনহা রয়েছেন নোবেল শান্তি পুরস্কারের লড়াইয়ে৷ টাইম পত্রিকার খবর অনুসারে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে৷ টাইম প্রকাশনা সংস্থার খবর অনুসারে অল্ট নিউজের দুই প্রতিষ্ঠাতা লড়াইয়ে রয়েছেন তা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে ওই পত্রিকায় প্রকাশিত তালিকায়৷ সেখানে বলা হয়েছে, হেট স্পিচ ও ফেক নিউজের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করার জন্য এঁদের মনোনিত করা হয়ে৷
উল্লেযোগ্য ভাবে এই তালিকায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি৷ রাশিয়া ইউক্রেম আক্রমণ করার পর থেকে তিনি ক্রমাগত লড়াই করে চলেছে শান্তির জন্য৷ সেই লড়াইয়ের স্বীকৃতি দেওয়া হতে পারে তাঁকে৷ এ ছাড়া বেলারুশের বিরোধী রাজনৈতিক দলের নেত্রী Sviatlana Tsikhanouskaya রয়েছেন তালিকায়৷ রয়েছেন পরিবেশ আন্দোলনের পুরোধা গ্রেটা থানবার্গের মতো মানুষেরা৷ সাংগঠনিক দিক থেকে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রপুঞ্জের রিফিউজি এজেন্সিও৷ কিন্তু এদের মধ্যে জুবেরই একমাত্র ভারতীয় প্রতিনিধি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দুঃখ হয়...' অষ্টমীর সন্ধ্যারতি শেষে কার কথা মনে পড়ল? মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
এই বছর জুন মাসে মহম্মদ জুবেরকে গ্রেফতার করা হয় তাঁর ২০১৮ সালের একটি ট্যুইটের জন্য৷ ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর-ও জমা পড়ে৷ তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ অভিযোগ করে, তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরির চেষ্টা করছেন৷ তাঁর গ্রেফতারির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিন্দা শুরু হয়৷ আমেরিকার কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্টের পক্ষ থেকে সরাসরি বিবৃতি দেওয়া হয় ও সংবাদপত্রের স্বাধীনতা ভারতে বিপন্ন বলে অভিযোগ তোলা হয়৷ এর পর তিহার জেল থেকে প্রায় ১ মাসের কারাবাসের পর জামিনে মুক্তি হন জুবের৷ এ বারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন ২৫১ জন ব্যক্তি ও ৯২টি সংগঠন৷ সেখান থেকেই প্রাপকের নাম বেছে নেওয়া হবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতার হওয়া মহম্মদ জুবের নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায়, সঙ্গী প্রতীক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement