বিসর্জন ঘিরে এবারেও থাকছে একাধিক বিধিনিষেধ, কী কী বন্ধ? জেনে নিন বিশদে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ডিজে'বক্সে নিষেধাজ্ঞা চলতি বছরেও।
#কলকাতা: শাস্ত্র মতে পুজো শেষ হলেও, ঠাকুর দেখার রেশ থেকে যায় কলকাতায়। চলতি বছরেও মেগা কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতির জেরে গত বছর রেড রোডে বাতিল হয়েছিল সেই অনুষ্ঠান। আজকেও অবশ্য মণ্ডপ থেকে একাধিক প্রতিমা বিসর্জনের জন্যে সরাসরি গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে। ভাসান ঘিরেও বেশ কিছু বিধি নিষেধ পালন করতে হবে পুজো কমিটিগুলিকে। আজ থেকে শুরু হয়ে ভাসান চলবে আগামী বেশ কয়েকদিন ধরে।
দশমীতে তাই রাশ টেনেছে লালবাজার। গতবার করোনা বিধির কথা মাথায় রেখেই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। শোভাযাত্রায় হাজার হাজার মানুষের ভিড়, পাশাপাশি উদ্দাম নাচ, হুল্লোড় এবার সবটাই বন্ধ। অন্যান্য বার পথের ধারে মানুষের ভিড় ঠাকুর দেখার জন্য থাকে, গত বছরে তাও বন্ধ ছিল। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল লালবাজারের পক্ষ থেকে। এছাড়াও একাধিক নিয়মাবলি পালন করতে হয় উদ্যোক্তাদের। কোনও ব্যক্তিগত গাড়ি ঠাকুরের গাড়ির সঙ্গে যেতে পারবে না। বড় বারোয়ারি পুজোই হোক বা ছোট পুজো-এ বিষয়ে ছাড় ছিল না। সকল পুজো কমিটিকেই মানতে হয়েছে সেই রীতি। তবে এবারও ডিজে লাগিয়ে বিসর্জনের দিন নাচও বন্ধ করে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: রাত পোহালেই বিজয়া দশমী! কেন সিঁদুর খেলার নিয়ম পালন করা হয় জানেন?
আজ থেকে আগামী চার দিন ধরে চলবে বিসর্জন। শুধুমাত্র প্রতিমা কয়েকটি গাড়ি করে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট ঘাটে। থাকতে পারবে পুজো কমিটির কয়েকজন। কোনও রকমের ঝুঁকি এড়াতে সজাগ প্রশাসন। তাই আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে সবটাই। বিসর্জন ঘাটেও থাকছে কড়া নিরাপত্তা। গঙ্গার পারে থাকা একাধিক ঘাটে চলবে প্রতিমা বিসর্জনের কাজ। মানুষের জমায়েত কীভাবে নিয়ন্ত্রণ করা হবে তার রূপরেখা আগেই চূড়ান্ত করে ফেলেছে কলকাতা পুরসভা ও পুলিশ। কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, পরিদর্শনের পর প্রাথমিকভাবে ছোট-বড় মিলিয়ে ১৬টি ঘাট-কে বিসর্জনের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রতিবারের মতো এবার ঘাটগুলি পর্যাপ্ত আলো ও ফুল-বেলপাতা-সহ অন্য সামগ্রী ফেলার আলাদা জায়গা থাকবে। পুজো কমিটির পাঁচজনের বেশি সদস্য ঘাটে প্রবেশ করতে পারবেন না। প্রতিমা বিসর্জনের পর কাঠামো তুলে পাঠিয়ে দেওয়া হবে ধাপায়। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিওরা জানিয়েছেন, বিসর্জনের সময়ে প্রতিটি ঘাটে থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।
advertisement
জলপথে, স্থলপথে, এমনকী সিসিটিভির মাধ্যমে চলবে নজরদারি। শুধু তাই নয়, বাজা কদমতলা, নিমতলার ঘাটে জায়ান্ট স্ক্রিনেও দেখা যাবে প্রতিমা নিরঞ্জন। প্রতিবছর রেড রোড থেকে শোভাযাত্রা করে বাছাই করে কয়েকটি বারোয়ারি পুজোর প্রতিমা ভাসানের জন্য নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। কিন্তু করোনার জন্য গত বার পুজো কার্নিভাল বাতিল করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার অবশ্য মেগা কার্নিভাল হচ্ছে। ফলে ভাসানের আগে ঠাকুর দেখার সুযোগ থাকছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2022 10:34 AM IST