সব প্রতিবেশী রাষ্ট্রনেতাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি, বাদ পাকিস্তান
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বুধবার নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদি প্রথমে ফোন করেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুককে, তারপরেই ডায়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷
#নয়াদিল্লি: ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ-- সব প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের ফোন করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একমাত্র পাকিস্তানকে জানালেন না৷ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে বাদ রাখলেন পাকিস্তানকে৷
Telephone Calls by Prime Minister @narendramodi on New Year. https://t.co/gTgKqJWtOO via NaMo App pic.twitter.com/VtEfxGiqp2
— PMO India (@PMOIndia) January 1, 2020
advertisement
বুধবার নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদি প্রথমে ফোন করেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুককে, তারপরেই ডায়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিও ছিলেন মোদির ফোনের তালিকায়৷ ফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহকেও৷
advertisement
প্রধানমন্ত্রীর দফতরের সাংবাদিক বিবৃতিতে বলা হয়েছে, 'ভারতবাসীর তরফে প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ একইসঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে উপমহাদেশে শান্তি ও সুরক্ষাকে মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে ৷'
আওয়ামি লিগের সভানেত্রী হিসেবে ফের শেখ হাসিনা নির্বাচিত হওয়ারও শুভেচ্ছা জানান মোদি৷ বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার সইদ মোয়াজ্জেম আলির মৃত্যুতে হাসিনার কাছে শোক প্রকাশও করেন মোদি৷ শেখ হাসিনাকে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে৷ ভারত সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷
advertisement
২০১৯ সালে ভারত ও নেপাল যৌথ উদ্যোগে একাধিক প্রকল্পের কাজের অগ্রগতির জন্য নেপালের প্রধানমন্ত্রীকে নিজের উত্সাহ ও সন্তুষ্টি ব্যক্ত করেন মোদি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2020 10:21 PM IST