‘নিসর্গ’ উদ্বেগ বাড়াচ্ছে, ট্যুইট করে মোদি বললেন, 'সবাই নিরাপদে থাকুন'
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
নরেন্দ্র মোদি বললেন, ‘ভারতের পশ্চিম উপকূলে নতুন করে ঘূর্ণিঝড়ের উৎপত্তির পর সেটি মোকাবিলা করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছি
#নয়াদিল্লি: আমফানের পরে নতুন করে দেশের উদ্বেগ বাড়াচ্ছে ‘নিসর্গ’। আর তাই নিয়েই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। দেশের পশ্চিম উপকূলে ৩ জুন আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আর সেই নিয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘ভারতের পশ্চিম উপকূলে নতুন করে ঘূর্ণিঝড়ের উৎপত্তির পর সেটি মোকাবিলা করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছি। সবাই যাতে ভাল থাকে, সেই কামনা করি। আমি সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারা সঠিক সময়ে, নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থা সেরে রাখুন।’
Took stock of the situation in the wake of cyclone conditions in parts of India’s western coast.
Praying for everyone’s well-being. I urge people to take all possible precautions and safety measures. — Narendra Modi (@narendramodi) June 2, 2020
advertisement
করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র আর গুজরাতে নতুন করে যে এই ঘূর্ণিঝড়ের দাপটে ঝামেলা তৈরি হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। আইএমডি–র দেওয়া শেষ সতর্কবার্তায় দেখা যাচ্ছে, এই ঝড়ের আনুমানিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটারের কাছাকাছি। আর এর ল্যান্ডফলের সময় ৩ জুন সকাল সাতটা থেকে ১২টার মধ্যে। এটি একদিকে রায়গড় মহারাষ্ট্রের হরিহরেশ্বর অন্যদিকে দমনের মধ্যবর্তী কোনও একটি এলাকায় আছড়ে পড়তে পারে। সেই সময় এর সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ১২৫ কিমি। যাকে আইএমডি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলেছে।
advertisement
এই ঝড়ের কারণে ইতিমধ্যে পশ্চিম উপকূলের প্রায় সমস্ত অংশের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একদিকে কেরলে বর্ষা ঢুকে যাওয়ায় সেখানে বর্ষার বৃষ্টি অন্যদিকে কর্ণাটক, মুম্বই ও গুজরাতে নিম্নচাপের কারণে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষেধ করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2020 3:08 PM IST