শুক্রবার বৈঠকে বসছেন মোদি-মমতা ও হাসিনা
Last Updated:
#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী শুক্রবার বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন উপলক্ষে শান্তিনিকেতনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনে করা হচ্ছে, তিস্তার জল বণ্টন চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতার সঙ্গে কথা বলতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি।
তবে জানা গিয়েছে, শুক্রবার সকাল আটটায় ভিভিআইপি ফ্লাইটে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে শেখ হাসিনা রওনা দেবেন। সেখানে পৌঁছানোর পর নরেন্দ্র মোদির সঙ্গে কলকাতা ছাড়বেন একই বিমানে।
advertisement
advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পরে যোগ দেবেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2018 8:42 AM IST