নরম সুরে মোদি, প্রশংসা পূর্বতন সরকারের

Last Updated:

গুটিটা একেবারেই অন্যরকমভাবে খেললেন মোদি ৷ যেখানে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ নিয়ে মোদি সরকারকে কোনঠাসা করছিল বিরোধী কংগ্রেস ৷

#নয়াদিল্লি: গুটিটা একেবারেই অন্যরকমভাবে খেললেন মোদি ৷ যেখানে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ নিয়ে মোদি সরকারকে কোনঠাসা করছিল বিরোধী কংগ্রেস ৷ সেই সমালোচনার পাল্টা জবাব না দিয়ে, মোদি যেন অনুসরণ করলেন ‘মিঠা ছুরি’র নীতি ৷ অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভার অন্দরে বক্তব্য রাখতে গিয়ে, প্রথমেই প্রশংসা করে বসলেন পূর্বতন ইউপিএ সরকারসহ স্বাধীনতা পরবর্তী সব সরকারকে! মোদি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, ‘দেশ গঠনে পূর্বতন সব সরকারের অবদান রয়েছে ৷ পুরনো সরকার কিছু করেনি এটা বলতে পারব না৷ এই দেশ গঠনে সবার সমান অবদান রয়েছে ৷ দেশের রাজনৈতিক নেতা হোক বা দেশের সাধারণ মানুষ ৷ সবাই মিলে দেশ গঠন করেছে ৷ ’
প্রশংসার মধ্যে দিয়ে, পুরাতন সব সরকারের অবদানের কথা তুলে, এক সঙ্গে মোদি যেন জবাব দিলেন, গুলাম নবি আজাদের ‘নেহেরু’ প্রসঙ্গকেও ৷ অন্যদিকে সোনিয়ার ‘সংবিধান’ ও ‘আম্বেদকর’ প্রসঙ্গের জবাব দিলেন একেবারে মোদি স্টাইলে, সহজ কথায় মোদি জানালেন, ‘রাজনৈতিক দলগুলি এখন এমন পর্যায় পৌঁছছে যে, ,সংবিধানের একটা ছবি নিয়েও এখন প্রবল বিরোধ হয় ৷ আর আম্বেদকরের নেতৃত্বে তিন বছরে এই বিশাল সংবিধান রচিত হয়েছিল ৷ আজকের এই বিরোধের দিনে যা ভাবাই যায় না ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নরম সুরে মোদি, প্রশংসা পূর্বতন সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement