নরম সুরে মোদি, প্রশংসা পূর্বতন সরকারের

Last Updated:

গুটিটা একেবারেই অন্যরকমভাবে খেললেন মোদি ৷ যেখানে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ নিয়ে মোদি সরকারকে কোনঠাসা করছিল বিরোধী কংগ্রেস ৷

#নয়াদিল্লি: গুটিটা একেবারেই অন্যরকমভাবে খেললেন মোদি ৷ যেখানে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ নিয়ে মোদি সরকারকে কোনঠাসা করছিল বিরোধী কংগ্রেস ৷ সেই সমালোচনার পাল্টা জবাব না দিয়ে, মোদি যেন অনুসরণ করলেন ‘মিঠা ছুরি’র নীতি ৷ অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভার অন্দরে বক্তব্য রাখতে গিয়ে, প্রথমেই প্রশংসা করে বসলেন পূর্বতন ইউপিএ সরকারসহ স্বাধীনতা পরবর্তী সব সরকারকে! মোদি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, ‘দেশ গঠনে পূর্বতন সব সরকারের অবদান রয়েছে ৷ পুরনো সরকার কিছু করেনি এটা বলতে পারব না৷ এই দেশ গঠনে সবার সমান অবদান রয়েছে ৷ দেশের রাজনৈতিক নেতা হোক বা দেশের সাধারণ মানুষ ৷ সবাই মিলে দেশ গঠন করেছে ৷ ’
প্রশংসার মধ্যে দিয়ে, পুরাতন সব সরকারের অবদানের কথা তুলে, এক সঙ্গে মোদি যেন জবাব দিলেন, গুলাম নবি আজাদের ‘নেহেরু’ প্রসঙ্গকেও ৷ অন্যদিকে সোনিয়ার ‘সংবিধান’ ও ‘আম্বেদকর’ প্রসঙ্গের জবাব দিলেন একেবারে মোদি স্টাইলে, সহজ কথায় মোদি জানালেন, ‘রাজনৈতিক দলগুলি এখন এমন পর্যায় পৌঁছছে যে, ,সংবিধানের একটা ছবি নিয়েও এখন প্রবল বিরোধ হয় ৷ আর আম্বেদকরের নেতৃত্বে তিন বছরে এই বিশাল সংবিধান রচিত হয়েছিল ৷ আজকের এই বিরোধের দিনে যা ভাবাই যায় না ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
নরম সুরে মোদি, প্রশংসা পূর্বতন সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement