মোদি সরকারের এই পদক্ষেপের জেরেই Exit Polls এ NDA ৩০০-র বেশি আসনে জয়ী

Last Updated:
#নয়াদিল্লি: বুথ ফেরৎ সমীক্ষায় বিজেপির জয়জয়কার। ষষ্ঠ দফার ভোট মেটার পরই তিনশো আসনের দাবি। নরেন্দ্র মোদির এই দাবির মতোই চমকে দিল বুথ ফেরৎ সমীক্ষার ফল। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই স্পষ্ট হয়েছে, তিনশোর কাছাকাছি আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
লোসকসভা নির্বাচনে ২০১৯ ভোটগ্রহণ পর্ব শেষ ৷ News18-Ipsos Exit Poll অনুযায়ী ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে NDA সরকার ৷ গত ৫ বছরের মোদি সরকারের একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা ৷ কিন্তু ক্ষমতায় থাকাকালীন সরকারের তরফে একাধিক এমন পদক্ষেপও নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের জন্য ভালো প্রভাব ফেলেছে মোদি সরকারের জন্য ৷ দেখে নিন একনজরে কোন কোন পদক্ষেপের জেরে এবার এক্সিট পোলে এনডিও ৩০০এর বেশি আসন পেয়েছে ৷
advertisement
নোটবাতিল: মোদি সরকার যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল তখন গোটা দেশে অনেকেই এর বিরোধিতা করেছিলেন ৷ কারণ সেই সময় ১৫.৪১ লাখ কোটি টাকা নোট বাতিল হয়ে গিয়েছিল যার মধ্যে ১৫.৩০ লক্ষ কোটি টাকার নোট সিস্টেমে ফিরে এসেছে ৷ এর জেরে দেশে আয়কর দাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ যে টাকা আগে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা হত, তা এখন মিউচ্যুয়াল ফান্ডেও ইনভেস্ট করা হচ্ছে ৷
advertisement
advertisement
GST: মোদি সরকারের আমলে সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে জিএসটি লাগু ৷ ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে সরকার এর জন্য একটি কমিটি গঠন করেছিল ৷ এর ১৮ বছর পর নরেন্দ্র মোদি সরকার সেটি লাগু করে ৷ ইউপিএ ১ ও ইউপিএ ২ সরকারের আমলে জিএসটি লাগু করা সম্ভব হয়নি ৷
RERA: বিল্ডার্সদের অত্যাচার রুখতে নতুন আইন রেরা ৷ মোদি সরকারের সময় নেওয়া এটা অন্যতম রিফর্ম ৷ এর জেরে এখন মানুষ সময়ে ঘর পাচ্ছেন ৷
advertisement
ইনফ্লেমেশন টার্গেটিং: এই রিফর্মের বিষয়টি অনেকের কাছেই অজানা ৷ স্বাধীনতার পর মোদি সরকার প্রথম সরকার যে আরবিআই-কে টার্গেট দিয়েছে ৷ এর জেরে যেখানে ইউপিএ সরকারে সময় মূল্যবৃদ্ধি ১৫ শতাংশ ছিল ৷ মোদি সরকার আসার পর মুদ্রাস্ফীতি হার ছিল ৯ শতাংশ ৷ কিন্তু এই সময় মূল্যবৃদ্ধি ছিল ৩ শতাংশ ৷ গত ৫ বছরে দেশের মূল্যবৃদ্ধি ৫ শতাংশের বেশি দেখা যায়নি ৷
advertisement
ব্যাঙ্ক রিক্যাপিটালাইজেশন - এর জেরে সরকারি ব্যাঙ্কে ১.০৬ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি সরকারের এই পদক্ষেপের জেরেই Exit Polls এ NDA ৩০০-র বেশি আসনে জয়ী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement