মোদি জমানায় রেল, নজরে নতুন বাজেট !
Last Updated:
আর বাকি কয়েক ঘণ্টা ৷ বৃহস্পতিবার সংসদে পেশ হবে এবারের রেল বাজেট ৷ নতুন পরিকল্পনা, নতুন প্ল্যানিং, কী কী রয়েছে এবারের বাজেট প্যালেটে? সে তো জানা যাবে আগামীকালই ৷ তবে তার আগে দেখে নেওয়া যাক মোদি পিরিয়ডে এর আগে রেলের ঝুলিতে জুটেছে কি !
#নয়াদিল্লি: আর বাকি কয়েক ঘণ্টা ৷ বৃহস্পতিবার সংসদে পেশ হবে এবারের রেল বাজেট ৷ নতুন পরিকল্পনা, নতুন প্ল্যানিং, কী কী রয়েছে এবারের বাজেট প্যালেটে? সে তো জানা যাবে আগামীকালই ৷ তবে তার আগে দেখে নেওয়া যাক মোদি পিরিয়ডে এর আগে রেলের ঝুলিতে জুটেছে কি !
রেলের ক্ষেত্রে বেড়েছে বার্থের সংখ্যা ৷ সংখ্যাটি বেড়ে প্রায় ৬৬,৪৫৬ ৷ সঙ্গে বেড়েছে ৮৮৪ কোচের সংখ্যাও ৷ বেড়েছে অসংরক্ষিত কোচের সংখ্যাও ৷
২৫০০ সংখ্যক পানীয় জলের মেশিন বসানো হয়েছে ৷
advertisement
জেনালের কোচে ব্যবস্থা করা হয়েছে মোবাইল চার্জারের ৷
ময়লা-আর্বজনা ফেলার জন্য শুধু এসি কোচে নয়, সাধারণ কোচেও ব্যবস্থা করা হয়েছে ডাস্টবিনের ৷
advertisement
স্টেশনে বিশ্রামগার অনলাইনে বুক করার ব্যবস্থা করা হয়েছে ৷
পরিষ্কার-পরিচ্ছন্ন বেড রোল যাতে যাত্রীরা ব্যবহার করতে পারেন, সেদিকেও রয়েছে কেন্দ্রের নজর ৷
দু’হাজারের থেকে বেশি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, ২২৫ টি ক্যাস-কয়েন এবং স্মার্ট কার্ডের মেশিনের ব্যবস্থা করা হয়েছে ৷
অসংরক্ষিত টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য অ্যাপস আনা হয়েছে ৷
advertisement
দেশের নানা ভাষায় ই-টিকিটের ওয়েবসাইট খোলা হয়েছে ৷
যাত্রীদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার হেল্প লাইন নম্বর ১৮২ ৷
৩১১ টি গুরুত্বপূর্ণ স্টেশনে সিসিটিভি-র ব্যবস্থা ৷
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১৮ হাজার রেল পুলিশের নিয়োগ করা হয়েছে ৷
Location :
First Published :
February 24, 2016 5:43 PM IST