Home /News /national /
হস্তমৈথুনে আর প্রয়োজন নেই হাত, বাজারে এল অত্যাধুনিক মেশিন, দেখুন ভিডিও...

হস্তমৈথুনে আর প্রয়োজন নেই হাত, বাজারে এল অত্যাধুনিক মেশিন, দেখুন ভিডিও...

  • Last Updated :
  • Share this:

#তাইওয়ান: এমনই ব্যবস্থা হচ্ছে চিনের এক হাসপাতালে৷ অত্যাধুনিক মেশিন রাখা হচ্ছে যার মাধ্যমে অনায়াসে স্পার্ম বার করা যাবে, কোনও রকম প্রচলিত প্রক্রিয়া ব্যবহারের প্রয়োজন হবে না৷ এই খবরেই হইচই পড়ে গিয়েছে৷ কীভাবে কাজ করবে এই মেশিন, তার একটি প্রশর্দনও হয়েছে৷ স্পার্ম ডোনারদের জন্য এই বিশেষ সুবিধা দেবে হাসপাতাল৷

অনেক পুরুষ নিজের শুক্রাণু দান করেন৷ বিবাহিত জীবনে কোনও পুরুষের শারীরিক মিলনে সমস্যা হলে, বাইরে থেকে অনেকেই স্পার্ম বা শুক্রাণু কেনেন৷ অন্যের শুক্রাণুর সঙ্গে কৃত্রিম উপায়ে স্ত্রীর ডিম্বাণুর মিলনে সন্তানের মুখ দেখেন দম্পতি৷ দ্রুতগতির জীবনে অনেক পুরুষই ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন৷ তাই বিশ্বব্যাপী বাড়ছে স্পার্ম ডোনারের চাহিদা৷ সেই থেকে এমন চিন্তাভাবনা করেছে এই হাসপাতাল৷

আরও পড়ুনLIVE ভিডিও, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, নীচে পড়লেন পর্যটকরা...

পুরনো যেই সব নিয়মে হস্তমৈথুন করেন পুরুষরা, তার আর প্রয়োজন হবে না৷ অর্থাৎ এই মেশিনের সাহায্যে সহজেই সংগ্রহ করা যাবে স্পার্ম৷ অনেক ডোনারই হাসপাতাল বা ক্লিনিকে এসে হস্তমৈথুনে বিরক্তি প্রকাশ করেন বা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷ তাদের এই ব্যবস্থায় অনেক সুবিধা হবে বলেই মত ডোনারদের৷

আরও দেখুন
Published by:Pooja Basu
First published:

Tags: Sperm