Death of a Model: র্যাম্পে হাঁটার সময় লোহার পিলার ভেঙে মর্মান্তিক মৃত্যু তরুণী মডেলের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Death of a Model: পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ফ্যাশন শো-এর উদ্যোক্তা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷
নয়ডা : লোহার স্তম্ভের আঘাতে মর্মান্তিক মৃত্যু তরুণী মডেলের৷ রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নয়ডায়৷ পুলিশ জানিয়েছে নিহত বংশিকা চোপড়া নয়ডার সেক্টর ১৬-এ এলাকায় ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে মার্জার সরণিতে হাঁটছিলেন৷ তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মঞ্চে আলোর ব্যবস্থাপনার জন্য ওই লোহার পিলার লাগানো হয়েছিল৷ আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের উপর৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বংশিকার৷ দুর্ঘটনায় আহত হয়েছেন ববি রাজ নামে আর এক যুবক৷ স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ফ্যাশন শো-এর উদ্যোক্তা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ বংশিকার মৃত্যু সংবাদ তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়েছে৷ তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷

advertisement
ফ্যাশন শো-এর উদ্যোক্তা ছাড়াও গ্রেফতার করা হয়েছে আলোর ব্যবস্থা করার কাজে যুক্ত চার জনকে৷ পুলিশ জানিয়েছে কোনও রকম অনুমতি ছাড়াই ওই ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল৷
advertisement
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নয়ডার মডেলিং দুনিয়ায়৷ পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত করা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 7:47 AM IST