Rahul Gandhi: রাহুল গান্ধির সাংবাদিক সম্মেলনে ফোন নম্বর প্রকাশ করা হয়েছিল! এবার সেই নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারী

Last Updated:

Rahul Gandhi: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার যার মোবাইল নম্বর দেখানো হয়েছিল, তিনি এই নিয়ে ক্ষোভ প্রাশ করলেন। বিভিন্ন সমস্যায় পড়েছেন এর জেরে বলে জানা গিয়েছে।

রাহুল গান্ধি চাইছেন ‘অ্যাটেনশন চুরি’ (File Photo ANI)
রাহুল গান্ধি চাইছেন ‘অ্যাটেনশন চুরি’ (File Photo ANI)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার যার মোবাইল নম্বর দেখানো হয়েছিল, তিনি এই নিয়ে ক্ষোভ প্রাশ করলেন।
তাঁর নম্বর প্রকাশ করা নিয়ে অঞ্জনী মিশ্র বলেছেন, “রাহুল গান্ধি আমার ফোন নম্বর তার প্রেস কনফারেন্সে প্রকাশ করেছেন, যা আমাকে অনেক সমস্যার সম্মুখীন করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে মহারাষ্ট্রতে ভোট চুরি হয়েছে এবং আমার ভোটার কার্ড মুছে ফেলা হয়েছে, যা সত্য নয়। আমার মহারাষ্ট্রতে যাওয়া বা আসার কোনও ইতিহাস নেই, তাই আমার ভোটার আইডি মহারাষ্ট্রতে তৈরি বা মুছে ফেলা যাবে না। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ”।
advertisement
advertisement
সেই সঙ্গে ব্যক্তিগত নম্বর প্রকাশ করায় যে সমস্যায় পড়েছেন তা-ও জানান তিনি। সেই প্রসঙ্গে উনি একটি মিথ্যা অভিযোগ করেছেন এবং আমার নম্বরও প্রকাশ করেছেন। আমি অজানা, নকল এবং প্রতারণামূলক কল পাচ্ছি। এবার আমায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে কারণ এটি আমার গোপনীয়তারও লঙ্ঘন… আমি গত ১৫ বছর ধরে এই নম্বরটি ব্যবহার করছি। আমার কখনও কোনো সমস্যা হয়নি। এটি একটি নকল পদ্ধতিতে প্রদর্শিত হয়েছিল, এবং আমি এটির বিরুদ্ধে অভিযোগ করব…”
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: রাহুল গান্ধির সাংবাদিক সম্মেলনে ফোন নম্বর প্রকাশ করা হয়েছিল! এবার সেই নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement