Maharashtra Politics: বালা সাহেবের মৃত্যুর পর এই প্রথম, ১৩ বছর পর মাতোশ্রীতে পা রাখলেন কে? মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া অঙ্ক

Last Updated:

প্রায় দু দশক ধরে বিচ্ছিন্ন থাকার পর এ মাসের শুরুতেই মরাঠি ভাষার উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরোধিতায় একজোট হয়েছিলেন উদ্ধব এবং রাজ৷

মাতোশ্রীতে উদ্ধবের কাছে এলেন কে? ছবি- পিটিআই
মাতোশ্রীতে উদ্ধবের কাছে এলেন কে? ছবি- পিটিআই
দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে আগেই কাছাকাছি এসেছিলেন উদ্ধব ঠাকরে এবং তাঁর খুড়তুতো ভাই রাজ ঠাকরে৷ এবার দীর্ঘ তেরো বছর পর ঠাকরেদের বাসভবন মুম্বইয়ের বিখ্যাত মাতোশ্রীতে পা পড়ল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজের৷ বালা সাহেব ঠাকরের মৃত্যুর পর এই প্রথম মাতোশ্রীতে এলেন রাজ৷ শিবসেনা (ইউবিটি) প্রধান তথা নিজের খুড়তুতো দাদা উদ্ধবের জন্মদিন উদযাপন করতেই মাতোশ্রীতে আসেন রাজ৷ শেষ বার ২০১২ সালে বালা সাহেব ঠাকরের মৃত্যুর পর মাতোশ্রীতে এসেছিলেন রাজ ঠাকরে৷
মাতোশ্রীর ভিতরে প্রয়াত বালা সাহেব ঠাকরের ছবির সামনে একসঙ্গে ছবিও তোলেন উদ্ধব এবং রাজ৷ অন্য একটি ছবিতে উদ্ধবের হাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুষ্পস্তবক তুলে দিতে দেখা গিয়েছে রাজকে৷
অন্য একটি ভিডিও-য় পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের উপস্থিতিতে কেক কাটতে দেখা গিয়েছে উদ্ধব ঠাকরেকে৷ সেই ভিডিও-তে অবশ্য রাজকে দেখা যায়নি৷
advertisement
প্রায় দু দশক ধরে বিচ্ছিন্ন থাকার পর এ মাসের শুরুতেই মরাঠি ভাষার উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরোধিতায় একজোট হয়েছিলেন উদ্ধব এবং রাজ৷ এর পর ওরলিতে একসঙ্গে মিছিলও করেন তাঁরা৷ সেই কর্মসূচি থেকেই মহারাষ্ট্রে আগামী পুরভোটে রাজের এমএনএস-এর সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ার ইঙ্গিতও দেন উদ্ধব৷ শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব দাবি করেছিলেন, একসঙ্গে পথ চলার জন্যই তাঁরা ফের একজোট হয়েছেন৷ রাজও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে কটাক্ষ করে বলেছিলেন, প্রয়াত বালা সাহেব ঠাকরে যা করতে পারেননি, তাঁদের দুই ভাইকে কাছাকাছি এনে তা করে দেখিয়েছেন ফড়ণবীশ৷
advertisement
উদ্ধবের সঙ্গে মতবিরোধের জেরেই ২০০৫ সালে শিবসেনা ছেড়ে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে৷ এর পর থেকে সব নির্বাচনেই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে শিবসেনা এবং এমএনএস৷ ২০২২ সালে শিবসেনায় ফাটল ধরার পর থেকেই একনাথ শিন্ডের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপি-র দাপট বাড়তে থাকে৷ এবার উদ্ধব-রাজ একজোট হয়ে মহারাষ্ট্রে শিন্ডে- বিজেপি জোটকে ধাক্কা দিতে পারেন কি না, সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Politics: বালা সাহেবের মৃত্যুর পর এই প্রথম, ১৩ বছর পর মাতোশ্রীতে পা রাখলেন কে? মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া অঙ্ক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement