Ram Mandir:আদবানি, মুরলী মনোহর যোশী রাম মন্দির উদ্বোধন থেকে বাদ, বারণ করা হল আসতে

Last Updated:

Ram Mandir: অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷

নয়াদিল্লি: রাম মন্দিরের দাবিতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা৷ আর সেই লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীকেই রাম মন্দির উদ্বোধনে ডাকা হচ্ছে না৷ সংবাদ সংস্থা মারফত এই খবর মিলেছে৷ বলা হয়েছে, তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷ সেই কারণেই আগামী মাসের জমকালো অনুষ্ঠানে থাকছেন না তাঁরা৷ অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পৎ রাই জানিয়েছেন, ‘মুরলী মনোহর যোশী ও লালকৃষ্ণ আদাবানি জানুয়ারি মাসে হওয়া রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না৷ তাঁদের বয়স ও স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দু’জনেই তাঁদের পরিবারের প্রবীণতম, এবং তাঁদের বয়সের দিকে খেয়াল রেখে আমরা অনুরোধ করেছিলাম তাঁরা যেন না আসেন৷ সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে৷’
advertisement
advertisement
রাই জানিয়েছেন, এখন পুরোদমে উদ্বোধনের প্রস্তুতি চলছে৷ ২২ তারিখের অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে৷ সেই অনুষ্ঠানে থাকবেন নরেন্দ্র মোদি৷ আগামী মাসে লালকৃষ্ণ আদবানির বয়স হবে ৯৬ আর মুরলী মনোহর যোশীর বয়স হবে ৯০৷ স্বাস্থ্য ও বয়সের কারণেই নবতীপর দুই প্রবীণ রাজনীতিককে আসতে বারণ করা হয়েছে বলে খবর৷ এ ছাড়া, একটি তিন সদস্যের দল তৈরি করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়াকে আমন্ত্রণ জানানোর জন্য৷
advertisement
কারা থাকবেন এ বারের অনুষ্ঠানে৷ ছয় দর্শনের শঙ্করাচার্যরা, ১৫০ জন সন্ত ও সাধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়াও মোট চার হাজার সাধু ও অন্য ২ হাজার ২০০ আমন্ত্রিত থাকবেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir:আদবানি, মুরলী মনোহর যোশী রাম মন্দির উদ্বোধন থেকে বাদ, বারণ করা হল আসতে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement