#Me Too: দরজা খুললেন আন্ডারওয়্যার পরে , জোর করে খেলেন চুমু, এম জে আকবরকে নিয়ে বিস্ফোরক মহিলা

Last Updated:
#নয়াদিল্লি: #Me Too বিতর্ক আরও বিপাকে এমজে আকবর ৷ আরও একটা নতুন অভিযোগ সামনে এসেছেন ৷ যেখানে নিগৃহীতা বিবরণ দিয়েছেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তাঁর সঙ্গে ঠিক কী ব্যবহার করেছিলেন ৷
নতুন অভিযোগ নিয়ে এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ আনলেন মোট ১২ জন মহিলা ৷ যিনি অভিযোগ করেছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মহিলা সাংবাদিক ৷
তিনি সে সময় কলকাতার অন্য একটি বিখ্যাত সংবাদমাধ্যমের হয়ে খবর করতেন ৷ তাঁকে কাজের কিছু কথা বলার জন্য ডেকে পাঠান এমজে আকবর ৷ সেইমতো সেই মহিলা জার্নালিস্ট তাঁর সঙ্গে দেখা করতে যান ৷ সেখানে তিনি চমকে যান ৷ এমজে আকবরের পরণে ছিল শুধুমাত্র আন্ডারওয়ার ৷
advertisement
advertisement
এই সময় ২২ বছরের ছিলেন মহিলা জার্নালিস্ট ৷ তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যান কী করে একজন সিনিয়র ব্যক্তি তাঁকে এভাবে ঘরে ডাকতে পারেন ৷
এতেই শেষ নয় এরপর তিনি আরও একবার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন ৷ তখন কলকাতার ওই প্রকাশনা সংস্থার হয়ে কাজ করেন না তিনি ৷ ডেকান ক্রনিক্যালে কাজ করতেন তিনি ৷ আর এম জে আকবর সেই কাগজের এডিটর ইন চিফ ছিলেন ৷ তিনি পাতা -র প্রকাশনা নিয়ে আলোচনা করার জন্য ওই মহিলাকে ডেকে পাঠান ৷ সেখানে তাঁকে জোর করে ধরে চুম্বন করেছিলেন এম জে আকবর ৷
advertisement
এরপরের দিন সেই মহিলা সাংবাদিক তাঁকে এড়িয়ে যাওয়া চেষ্টা করেও ব্যর্থ হন ৷ তাঁকে কনফারেন্স রুমে ডেকে ফের জোর করে চুম্বন করেন তিনি ৷
এদিকে আগেই মিটু বিতর্কে দেশে ফিরেই ইস্তফা দিয়েছেন এম জে আকবর ৷ বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি ৷ ইমেলে পদত্যাগ করেন ৷
advertisement
নাইজেরিয়া থেকে ফেরেন এম জে আকবর ৷ তারপরই যৌন হেনস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ যদিও সেই সময় তিনি বলেন, ‘পরে বিবৃতি দিয়ে জানাব ৷’
একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় এম জে আকবর ৷ যার জেরে বেকায়দায় পড়েছে মোদি সরকার ৷ যদিও এখনও অবধি এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি কর্মীরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#Me Too: দরজা খুললেন আন্ডারওয়্যার পরে , জোর করে খেলেন চুমু, এম জে আকবরকে নিয়ে বিস্ফোরক মহিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement