#MeToo: মহিলার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন আকবর
Last Updated:
৬ জনের বেশি মহিলা সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ তাঁদের অভিযোগ, এম জে আকবর যখন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন, তখন তাঁদের সঙ্গে যৌন হেনস্থামূলক আচরণ করেন৷
#নয়াদিল্লি: #MeToo-তে বিদ্ধ হয়ে বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর৷ এক মহিলা সাংবাদিক আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন৷ এ বার অভিযোকারিণী সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন এম জে আকবর৷ সোমবার দিল্লির একটি আদালতে মামলা দায়ের করেছেন তিনি৷
৬ জনের বেশি মহিলা সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ তাঁদের অভিযোগ, এম জে আকবর যখন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন, তখন তাঁদের সঙ্গে যৌন হেনস্থামূলক আচরণ করেন৷ বর্তমানে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর যাবতীয় অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে বলেই দাবি করছেন৷ এবং এই ঘটনাকে ২০১৯ সালের নির্বাচনের আগে রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি৷
advertisement
যদিও কংগ্রেস তীব্র সরব হয়েছে৷ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রশ্ন, রাজনৈতিক উদ্দেশ্যেই যদি হয়, তা হলে কেন এত জন মহিলা একসঙ্গে অভিযোগ করবেন৷ কংগ্রেস নেতা আনন্দ শর্মা এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছেন৷
advertisement
Location :
First Published :
October 15, 2018 5:49 PM IST