চল্লিশ বছর পর ইরাকের প্রথম সুন্দরী !
Last Updated:
একেই বলে হয়তো নিশব্দ বিপ্লব ৷ একেই বলে হয়তো নারীর চেতনা ৷ ‘পর্দা নসিন’ থেকে সুন্দরীর খেতাব ৷ তবে মাঝখানে পেরিয়ে গেল চল্লিশটা বছর !
#বাগদাদ: একেই বলে হয়তো নিশব্দ বিপ্লব ৷ একেই বলে হয়তো নারীর চেতনা ৷ ‘পর্দা নসিন’ থেকে সুন্দরীর খেতাব ৷ তবে মাঝখানে পেরিয়ে গেল চল্লিশটা বছর !
শায়মা আবদেল রহমান ৷ ৪০ বছর পর ইরাকের প্রথম সুন্দরী ৷ ISIS -এর মৃত্যুর হুমকিতে ভয় না পেয়ে, দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে সামলে, ১৯৭২ সালের পর ‘মিস ইরাক’ সুন্দরী খেতাব জিতে নিলেন শ্যামা ৷
advertisement
তালিবানের চোখ রাঙানি ৷ অশান্ত ইরাক ৷ সাদ্দাম হুশেনের কঠোর রাজত্ব ৷ সব মিলিয়ে ১৯৭২ সালেই বন্ধ হয়ে গিয়েছিল ‘মিস ইরাক সুন্দরী প্রতিযোগিতা’ ৷ সেই স্মৃতিকেই উসকে দিয়ে বাগদাদের এক পাঁচতারা হোটেলের র্যাম্পে একের পর এক এসে দাঁড়ালেন ইরাক সু্ন্দরীরা ৷ মঞ্চে নিজেদের বুদ্ধি, চেতনা, সৌন্দর্যকে তুলে ধরলেন বিচারকদের সামনে ৷ সবার কণ্ঠেই শোনা গেল, বিদ্রোহের প্রতিধ্বনি ! সুন্দরী প্রতিযোগিতার কর্ণধার সেনান কামেল জানিয়েছেন, ‘এই সুন্দরী প্রতিযোগিতা, শুধুমাত্র সামান্য বিউটি কনটেষ্ট নয় ৷ এটা একটা প্রতিবাদ ৷ সারা বিশ্বকে জানানো, আমরা বেঁচে আছি, আমাদের সুন্দর হৃদয় রয়েছে !’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2015 8:25 PM IST