মিথ্যা কথা বলেছিলাম মিস ওয়ার্ল্ড ফাইনালে : মিরেইয়া
Last Updated:
মিরেইয়া লালাগুনা রয়ো ৷ স্পেনের প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ৷ কিন্তু সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তাতে চাঞ্চল্য ছড়ানোটাই স্বাভাবিক ৷ মিরেইয়া বলেন, তিনি মিথ্যা কথা বলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিচারকদের ইমপ্রেস করেছিলেন।
#মাদ্রিদ: মিরেইয়া লালাগুনা রয়ো ৷ স্পেনের প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ৷ কিন্তু সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তাতে চাঞ্চল্য ছড়ানোটাই স্বাভাবিক ৷ মিরেইয়া বলেন, তিনি মিথ্যা কথা বলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিচারকদের ইমপ্রেস করেছিলেন।
প্রতিযোগিতায় একটি ভিডিওতে তাঁকে পিয়ানো বাজাতে দেখা গিয়েছে। কিন্তু লালাগুনা পিয়ানো বাজাতেই জানেন না! পুরো বিষয়টাই ছিল ‘নকল’। আর এখানেই শেষ নয়, মিরেইয়া পিয়ানো বাজানোর সময় ব্যাকগ্রাউন্ডের ভয়েস ওভারে বলা হয়েছিল, ‘‘ছোটবেলা থেকেই মিরেইয়া পিয়ানো বাজান।’’ এতে বিচারকরা ভাবতে বাধ্য হয়েছিলেন যে , মিস স্পেন পিয়ানো বাজাতে পারেন।
advertisement
advertisement
আর মিথ্যা কথা বললে যে এক না একদিন বিপদে পড়তে হয়, সেটা কারোরই অজানা নয় ৷ বিচারকরা ‘নকল’ বাজনা শুনে মিরেইয়াকে বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পিয়ানো বাজাতে। লালাগুনা তখন চাপে পড়ে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। কোনও কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায় সেইসময়। মিরেইয়া বলেছেন, ‘‘আমি গোপন কথাটি আপনাদের জানাচ্ছি। পিয়ানো নিয়ে মিথ্যা কথা বলেছিলাম।’’ এর পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় এখন স্পেনের এই সুন্দরীর থেকে শিরোপা কেড়ে নেওয়ার দাবি উঠেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2016 10:43 AM IST